HomeBusinessSafety for Fast Charging: ফাস্ট চর্জিংয়ের দিকে ঝুঁকছেন! ফোনের বিপদ কিন্তু অনিবার্য

Safety for Fast Charging: ফাস্ট চর্জিংয়ের দিকে ঝুঁকছেন! ফোনের বিপদ কিন্তু অনিবার্য

- Advertisement -

Safety for Fast Charging: বর্তমানে আমাদের ব্যবহৃত নিত্যদিনের সামগ্রীগুলির মধ্যে অন্যতম স্মার্টফোন। কারণ সাম্প্রতিক সময়ে এই ডিভাইস ছাড়া এক মুহূর্ত চলা যায় না। একে অপরের সাথে যোগাযোগ থেকে শুরু করে অফিসে যাবতীয় কাজকর্ম সবকিছুই হয় এই স্মার্টফোনের মাধ্যমে। তবে এক্সমারট ফোন যদি দিনের বেশিক্ষণ সময় চার্জে পড়ে থাকে তাহলে সেটা কারোরই ভালো লাগেনা। যদিও একটা সময় ছিল যখন দিনের বেশিরভাগ সময় স্মার্টফোনকে চার্জ দিতে হতো।

বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে ফোনের ফিচারের সাথে সাথে উন্নত হয়েছে ব্যাটারি। ঠিক একইভাবে ফোন ফুল চার্জ করার জন্য এখন এক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না বরং মুহূর্তের মধ্যেই ফোনের ব্যাটারি শূন্য থেকে একশো শতাংশে পৌঁছে যায়। এর পিছনে অবশ্যই রয়েছে ফার্স্ট চার্জিং টেকনোলজি যা মুহূর্তের মধ্যেই আপনার ফোন ফুল চার্জ করতে সক্ষম, তাই সাধারণ সময় বাঁচাতে এই ধরনের স্মার্টফোনের দিকেই ঝুঁকছেন বেশি।

   

তবে দ্রুত ফোন চার্জ হওয়ার ফলে কোন সমস্যায় পড়ছেন না তো আপনি? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেক উন্নত হয়েছে, সেই কারণেই এখন আর ঘন্টার পর ঘন্টা চার্জ দেওয়ার দরকার পড়ে না। তবে স্মার্টফোনে সাধারণত ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি যা দ্রুত চার্জ হয়ে যাওয়ার ফলে একটা সময়ের উপরে ক্ষয় হতে শুরু করে সেই সাথে ফোনের তাপমাত্রা বাড়তে থাকে সহজেই।

বিশেষজ্ঞরা বলছেন একটা সময়ের পরে এই ধরনের ফাস্ট চার্জিং ফোন ছেয়ে ফেলবে গোটা বাজার তবে তার মধ্যে খুঁজে নিতে হবে যেটা একটু অপেক্ষাকৃত বেশি সময় ধরে চার্জ করে। শুধু তাই নয়, রাতে ফোন চার্জে দিয়ে কোনো ভাবেই ঘুমাবেন না, ঘটে যেতে পারে দুর্ঘটনা।

#FastCharging #PhoneSafety #Hazards #Compromise #Risk

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular