ঘনিয়ে আসছে ইংল্যান্ডের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের অভিনব প্রচার চলছে। মূল দুই শিবির কনজারভেটিভ ও লেবার পার্টি যা পারল না তাই করলেন এক নির্দল প্রার্থী। অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি প্রচার করছেন। বিশ্বে এই প্রথম ভোট লড়ছে এআই প্রার্থী।
নির্বাচনে নিজের এআই মডেল ব্যবহার করছেন সাসেক্সের ব্যবসায়ী স্টিভ এন্ডাকট। তিনিনিজের এআই প্রতিরূপ ‘এআই স্টিভ’ ব্যবহার করে জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। জানা যাচ্ছে, আগামী ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনে এআই স্টিভ লড়বে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটন অ্যান্ড হোভ ব্রাইটন প্যাভিলিয়ন এলাকা থেকে।
কে এই স্টিভ এন্ডাকট? জানা যাচ্ছে, নিউরাল ভয়েস নামে একটি এ আই কোম্পানির চেয়ারম্যান তিনি। তার দাবি, আমার এআই স্টিভ মডেল তার আসনের যে কোনও সমস্যা নিয়ে ভোটদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এলাকার মানুষ যেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা মতামত দিতে ও নীতি প্রণয়নে অংশ নিতে পারেন, সেজন্য ‘এআই স্টিভ’কে সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি।
স্টিভ এন্ডাকট ২০২২ সালের স্থানীয় নির্বাচনে রকডেল এলাকায় কনজারভেটিভ দলের হয়ে লড়েছিলেন। তবে জয়ী হতে পারেননি। এবার তিনি নামিয়েছেন নিজের এআই মডেল প্রার্থী।