স্যামসাং-এর ফোনে ১৬,০০০ ছাড়, রিয়েলমিতেও দারুণ অফার

অ্যামাজন ইন্ডিয়া ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করতে চলেছে তাদের জনপ্রিয় গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale)। সেল শুরুর আগে থেকেই ই-কমার্স জায়ান্টটি…

amazon great indian festival sale

অ্যামাজন ইন্ডিয়া ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করতে চলেছে তাদের জনপ্রিয় গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale)। সেল শুরুর আগে থেকেই ই-কমার্স জায়ান্টটি লাইভ করেছে তাদের আর্লি ডিলস, যেখানে স্মার্টফোন সহ একাধিক প্রোডাক্টে দেওয়া হচ্ছে বড়সড় ছাড়। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বিশেষ করে স্যামসাং বা রিয়েলমি ব্র্যান্ডের, তাদের জন্য এই সময়টি হতে পারে সবচেয়ে সঠিক সুযোগ।

Samsung Galaxy A55 5G – বিশাল দামে ছাড়

   

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোনে দেওয়া হচ্ছে একটি চমকপ্রদ ডিল। ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ছিল ₹৩৯,৯৯৯। কিন্তু এখন অ্যামাজনের আর্লি ডিলসে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ₹২৩,৯৯৯-এ, অর্থাৎ ₹১৬,০০০ টাকার ছাড়। এছাড়াও রয়েছে ₹১,১৯৯ পর্যন্ত ক্যাশব্যাক অফার। যদি এক্সচেঞ্জ অফার ব্যবহার করেন, তবে পুরোনো ফোনের কন্ডিশন ও ব্র্যান্ড অনুযায়ী দাম নেমে আসতে পারে ₹২২,৭০০ পর্যন্ত।

ফোনটির ফিচারের মধ্যে রয়েছে ৬.৬-ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি চলে এক্সিনস ১৪৮০ প্রসেসরে এবং এতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ ব্যাকআপ দিতে সক্ষম। ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Advertisements

Realme GT 7 Pro – কুপন ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার

রিয়েলমি জিটি ৭ প্রো মডেলটিও আর্লি ডিলসে পাওয়া যাচ্ছে দারুণ অফারে। ফোনটির ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৫০,৯৯৮ টাকা, কিন্তু এখানে দেওয়া হচ্ছে ৬,০০০ টাকার কুপন ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে ২,৫৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এক্সচেঞ্জ অফার ব্যবহার করলে ফোনটির দাম কমে যেতে পারে প্রায় ৪২,৬০০ টাকা পর্যন্ত।

রিয়েলমি জিটি ৭ প্রো-তে রয়েছে ৬.৭৮-ইঞ্চি ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর পাওয়ার ব্যাকআপের জন্য বিশাল ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, যা সমর্থন করে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং।

অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের (Amazon Great Indian Festival Sale) আর্লি ডিলস গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার সুযোগ। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি-তে ১৬ হাজার টাকার ছাড় এবং রিয়েলমি জিটি ৭ প্রো-তে কুপন ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে বড়সড় ডিসকাউন্ট, স্মার্টফোন কেনার সেরা সময় করে তুলেছে এই উৎসব মৌসুম। যারা আপগ্রেডের কথা ভাবছেন, তারা এই অফার হাতছাড়া করবেন না।