বর্তমান সমাজে স্মার্টফোন অতি প্রয়োজনীয় একটি যন্ত্র। কারণ বর্তমান সময়ে সমাজের সাথে পা মিলিয়ে চলতে গেলে স্মার্ট ফোন ছাড়া টেকা যায় না। নিজের কাছের মানুষের সাথে যোগাযোগ থেকে শুরু করে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোন ঘটনা নিজের আয়ত্তে করা সবই সম্ভব স্মার্টফোনের মাধ্যমে।
আর সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের চাহিদাকে লক্ষ্য রেখে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা মাঝেমধ্যেই নিত্যনতুন স্মার্ট ফোন লঞ্চ করে ভারতীয় বাজারে। ভারতীয় বাজারের ঠিক সেরকমই একটি স্মার্টফোন নির্মাণকারী সংস্থা হল Redmi। আদতে চীনা সংস্থা হলেও ভারতীয় বাজারে এর দৌরাত্ম নেহাতই কম নয়।
বর্তমানে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই স্মার্টফোন নির্মাণকারী সংস্থা খুবই জনপ্রিয়। তার কারণ হিসেব বলা যায় খুবই কম দামি অত্যাধুনিক ফিচার নিয়ে আসে এই স্মার্টফোন ব্র্যান্ড। তবে এবার আর কোন স্মার্টফোন নয় বরং তাদের একটি জনপ্রিয় স্মার্টফোনের ওপর নিয়ে এলো বিশেষ ছাড়। সম্প্রতি সংসার পক্ষ থেকে Redmi 10 Power এর উপর ৩৪% ছাড় নিয়ে এসেছে amazon।
বর্তমানে স্মার্টফোনের বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। তবে ৩৪ শতাংশ ছাড়ের পরে এই স্মার্টফোনের দাম দাঁড়াচ্ছে মাত্র ১২৫০০ টাকার কাছাকাছি। তাছাড়া আপনার যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে হাজার টাকা বাড়তি ছাড় পাবেন আপনি। অন্যদিকে রয়েছে এক্স এন অফার আপনার পুরনো স্মার্টফোন যদি এক্সচেঞ্জ করেন তাহলে সে ক্ষেত্রেও প্রায় তিন হাজার টাকা ছাড় পাবেন আপনি।