লঞ্চের আগেই আমাজনে ফাঁস Realme Narzo 60 সিরিজের দাম

Realme Narzo 60 সিরিজ ভারতে ৬ জুলাই দুপুর ১২ টায় লঞ্চ হতে চলেছে। এই লঞ্চের মধ্যে থাকতে পারে Realme Narzo 60 5G এবং Realme Narzo…

Realme Narzo 60 সিরিজ ভারতে ৬ জুলাই দুপুর ১২ টায় লঞ্চ হতে চলেছে। এই লঞ্চের মধ্যে থাকতে পারে Realme Narzo 60 5G এবং Realme Narzo 60 Pro 5G। মডেলগুলি প্রথমে গিকবেঞ্চে (Geekbench) দেখা গিয়েছিল, যেখানে হ্যান্ডসেটের প্রসেসর এবং স্টোরেজের বিবরণ ফাঁস হয়েছে।

পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী কিছু মূল স্পেসিফিকেশনেরও পরামর্শ দেওয়া হয়েছে এবং ফোনের ডিজাইন রেন্ডারও দেখানো হয়েছে। অফিসিয়াল Realme ওয়েবসাইট এবং Amazon এর মাধ্যমে সমগ্র ভারতে এই ফোন পাওয়া যাবে। তবে সম্প্রতি, একটি অ্যামাজন ফাঁস হয়ে যাওয়া খবর থেকে সিরিজের শুরুর দামের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

   

জানা গিয়েছে যে ভারতে Realme Narzo 60 সিরিজের শুরুর দাম ১৭,৯৯৯ টাকা। আমাজন কার্ডেই এই তথ্য ফাঁস হয়। তবে পরে এই কার্ড আমাজনের তরফ থেকে তুলে নেওয়া হয়। লিঙ্কটাই সরিয়ে নেওয়া হয়। সম্ভবত ভুল করেই এই তথ্য ফাঁস করে ফেলেছে বুঝে তৎক্ষণাৎ তুলে নেই আমাজন। তবে এক জাতীয় সংবাদমাধ্যম সেই কার্ড তুলে নেওয়ার আগে ফোনের দাম দেখে ফেলে তা নিয়ে খবর প্রকাশ করে দেয়।

জানা যাচ্ছে, Realme Narzo 60 সিরিজের ফোনে ২,৫০,৫০০-র উপর ছবি সেভ করা যাবে। Realme আরও নিশ্চিত করেছে যে Narzo 60 এবং Narzo 60 Pro মডেলগুলি খুব পাতলা বেজেল সহ একটি 61-ডিগ্রি কার্ভড ডিসপ্লে থাকবে। ফোনটি কমলা শেডের বা রঙের হতে পারে। শেডের নাম হবে Martian Horizon।