ভারতে আর্থিক পরিচয়ের ক্ষেত্রে আধার এবং PAN উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে ইনকাম ট্যাক্স, ব্যাংক লেনদেন, বিনিয়োগ এবং ক্রেডিট সংক্রান্ত কাজে PAN এখন বাধ্যতামূলক। তাই কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুসারে যেসব নাগরিক আধার আবেদন করার সময় পাওয়া এনরোলমেন্ট আইডি ব্যবহার করে PAN তৈরি করেছিলেন, তাঁদের জন্য শুরু হয়েছে সময়সীমার দৌড়। কারণ, সরকার জানিয়েছে যে বছরের শেষ অর্থাৎ 31 ডিসেম্বর 2025-এর মধ্যে আধার এবং PAN লিঙ্কিং (Aadhaar-PAN Link) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই লিঙ্কিং সম্পন্ন না করলে 1 জানুয়ারি 2026 থেকে PAN ডিঅ্যাক্টিভেট বা ইনঅপারেটিভ হয়ে যেতে পারে। ফলে ITR ফাইলিং, ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, বড় অঙ্কের লেনদেন, ডেবিট বা ক্রেডিট কার্ড নেওয়া থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, SIP কিংবা স্টক মার্কেটে বিনিয়োগ – সবই থমকে যাবে।
কারা লিঙ্ক করবেন (Aadhaar-PAN Link)
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, যাঁদের PAN তৈরি করা হয়েছিল 1 অক্টোবর 2024-এর আগে আধারের এনরোলমেন্ট আইডির ভিত্তিতে, তাঁদের অবশ্যই 31 ডিসেম্বর 2025-এর মধ্যে আধার নম্বর ইনকাম ট্যাক্স বিভাগে জমা দিতে হবে। অর্থাৎ, যদি আপনি আধার তৈরির জন্য আবেদন করেছিলেন এবং আবেদনপত্রের এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে পরে PAN বানিয়েছেন, তাহলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক করা জরুরি।
কেন লিঙ্ক করা বাধ্যতামূলক
বর্তমানে PAN ছাড়া আর্থিক লেনদেন প্রায় অসম্ভব। তাই PAN বন্ধ হয়ে গেলে—
আইটিআর জমা দেওয়া যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে, বড় অঙ্কের বিনিয়োগ বা লেনদেন আটকে যাবে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নাগরিক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বেন। তাই সমস্যা এড়াতে আগেই লিঙ্ক সম্পন্ন করা শ্রেয়।
লিঙ্কিং সফলভাবে সম্পন্ন করতে PAN এবং আধারে থাকা নাম, জন্মতারিখ এবং লিঙ্গ—এই তিনটি তথ্য সম্পূর্ণ মিলতে হবে। যদি কোনো পার্থক্য থাকে তবে UIDAI পোর্টাল বা আধার সেবা কেন্দ্রের মাধ্যমে আধারে এবং NSDL বা UTIITSL-এর মাধ্যমে PAN-এ প্রয়োজনীয় সংশোধন করতে হবে। তথ্য এক না হলে লিঙ্কিং ব্যর্থ হতে পারে।
অনলাইনে PAN–Aadhaar লিঙ্ক করার উপায়
লিঙ্কিং প্রক্রিয়াটি খুব সহজ এবং কয়েক মিনিটেই সম্পন্ন করা যায়। প্রথমে incometax.gov.in ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে এবং “Link Aadhaar” অপশন সিলেক্ট করতে হবে। এরপর PAN এবং আধার নম্বর দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে লিঙ্ক করার পর “Successfully Linked” মেসেজ দেখাবে। যারা অনলাইন করতে চান না তাঁরা নিকটবর্তী PAN সেবা কেন্দ্র বা ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে নথিপত্র জমা দিয়ে লিঙ্ক করাতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ পাবেন, যেটি দিয়ে পরে স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।
ডেডলাইন মিস করলে কী হবে
1 জানুয়ারি 2026 থেকে PAN হয়ে যাবে অবৈধ, অচল বা এককথায় অকেজো। উক্ত সময়সীমার পর লিঙ্ক করলে 1000 টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে। লিঙ্কিং (Aadhaar-PAN Link) প্রক্রিয়া সম্পন্ন হলে ITR ফাইলিং সহজ হবে, রিফান্ড দ্রুত পাওয়া যাবে, ঝামেলাবিহীন KYC সম্পন্ন হবে এবং ভুয়ো পরিচয়ের ব্যবহার কমবে। সরকারের মতে, এই সিদ্ধান্ত ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং শক্তিশালী করতে বড় পদক্ষেপ। তাই দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করা জরুরি।
