আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার বিশেষ সুযোগ দিচ্ছে ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI)। ফলে আধার কার্ড ব্যবহারকারীদের জন্য এটি যে একটি দারুণ সুযোগ, তা আর বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, ১৪ জুন ২০২৫ পর্যন্ত নির্দিষ্ট কিছু তথ্য বিনামূল্যে আপডেট করার সুযোগ মিলবে। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা অর্থ সাশ্রয় করতে পারবেন এবং দীর্ঘ লাইন এড়িয়ে বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে তথ্য আপডেট করা যাবে।
Aadhaar Card Update: করা কেন জরুরি?
আধার কার্ডে থাকা তথ্য যদি সঠিক না থাকে, তাহলে সেটা নানা সরকারি পরিষেবা গ্রহণে সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন: সরকারি ভর্তুকি গ্রহণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বা অন্যান্য KYC প্রক্রিয়ায় আধার একটি অপরিহার্য নথি হিসেবে কাজ করে। ভুল তথ্য থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে, তাই নির্ধারিত সময়ের মধ্যেই সেগুলি সঠিক করা অত্যন্ত প্রয়োজন।
১৫ হাজারের কমে মিলছে Motorola-র কার্ভড ডিসপ্লে যুক্ত 5G স্মার্টফোন, কিনবেন নাকি?
কী কী তথ্য আপডেট করা যাবে?
UIDAI-এর এই বিনামূল্যে আপডেট পরিষেবার মাধ্যমে myAadhaar পোর্টাল থেকে ব্যবহারকারীরা কিছু নির্দিষ্ট ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে পারবেন। এগুলির মধ্যে রয়েছে: নামের ছোটখাটো সংশোধন, জন্মতারিখ (নির্দিষ্ট শর্তসাপেক্ষে), ঠিকানা ও লিঙ্গ।
বিনামূল্যে আধার আপডেট করবেন কীভাবে?
আপনার আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে প্রথমে যেতে হবে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে লগইন অপশনে ক্লিক করুন। আপনার ১২ সংখ্যার আধার নম্বর ও ক্যাপচা কোড দিন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি OTP আসবে, যেটা দিয়ে লগইন করতে হবে।
লগইন করার পর উপরের ডানদিকে থাকা “Document Update” অপশনে ক্লিক করুন। এরপর আপনি যে তথ্য পরিবর্তন করতে চান, সেটা নির্বাচন করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন। ফাইলটির সাইজ ২ এমবি-র নিচে হতে হবে এবং JPEG, PNG কিংবা PDF ফর্ম্যাটে থাকতে হবে। আইডেন্টিটি ও ঠিকানার প্রমাণপত্র আপলোড করে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করুন।
কোন কোন নথি লাগবে আধার আপডেটের জন্য?
আধার আপডেট (Aadhaar Card Update) করার সময় প্রয়োজন হবে পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, বাসস্থান প্রমাণপত্র, ব্যাঙ্কের পাসবুক ইত্যাদি নথিপত্রের। এই নথিগুলির যে কোনো একটির স্ক্যান কপি আপলোড করলেই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। তবে যদি আপনি বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ, ছবি বা চোখের স্ক্যান আপডেট করতে চান, তাহলে আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করে এই পরিবর্তন করাতে হবে।
প্রসঙ্গত, UIDAI-এর এই সীমিত সময়ের বিনামূল্যে পরিষেবা আধার কার্ড ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সুযোগ। যারা এখনও আধার কার্ডের তথ্য আপডেট করেননি বা ভুল তথ্য রয়েছে, তারা ১৪ জুনের আগেই এই সুযোগ কাজে লাগিয়ে ঘরে বসে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করে নিতে পারেন।