প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতে লঞ্চ হবে 5G

4G যুগের অবসান ঘটে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে লঞ্চ হবে 5G পরিষেবা। সরকারের জাতীয় ব্রডব্যান্ড মিশন আজ টুইট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১…

short-samachar

4G যুগের অবসান ঘটে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে লঞ্চ হবে 5G পরিষেবা। সরকারের জাতীয় ব্রডব্যান্ড মিশন আজ টুইট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ লা অক্টোবরের একটি অনুষ্ঠানে ভারতে ৫জি পরিষেবা চালু করবেন বলে টুইট করে জানিয়েছে সরকারের জাতীয় ব্রডব্যান্ড মিশন।

   

ভারতের ডিজিটাল রূপান্তর ও সংযোগকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে ৫জি সেবা চালু করবেন। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে; এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি), যা এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং প্রযুক্তি ফোরাম বলে দাবি করে, যৌথভাবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (ডিওটি) এবং সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই) দ্বারা সংগঠিত হয়।

সরকার স্বল্প সময়ের মধ্যে দেশে ৫জি টেলিকম পরিষেবার ৮০ শতাংশ কভারেজের লক্ষ্যমাত্রা দিয়েছে, কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত সপ্তাহে বলেছিলেন।