নয়াদিল্লি : সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়করের পরিবর্তনের কোনও ঘোষণা না করলেও বকেয়া কর মকুবের কথা বলেছেন ৷ এই প্রসঙ্গে শুক্রবার প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান নিতিন গুপ্তের জানিয়েছেন, এর ফলে আয়কর দফতর থাকা প্রায় ৮০ লক্ষ করদাতার বকেয়া কর ‘মুছে’ দেওয়া হবে। টাকার অঙ্কে যা প্রায় ৩৫০০ কোটি। তবে বকেয়া নিয়ে কোনও সমস্যা থাকলে, তথ্যগত ভুল সংশোধন করতে হলে, এই সংক্রান্ত কিছু জানাতে চাইলে বা কর হিসাবে মেটানো টাকা ফেরত পাওয়ার দাবি (রিফান্ড) আটকে থাকলে, সেই সব কথা বলার পথও খোলা থাকছে। আয়কর দফতর এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশ জারি করবে ।
প্রসঙ্গত, বাজেট পেশের সময় নির্মলার ঘোষণা ছিল, প্রথমে ২০০৯-১০ পর্যন্ত সর্বোচ্চ ২৫,০০০ টাকা আয়করের দাবি ছাড়া হবে। পরের ধাপে তা ২০১০-১১ থেকে ২০১৪-১৫ পর্যন্ত সর্বোচ্চ ১০,০০০ টাকা। এরফলে বহু সৎ করদাতা টেনশন অশান্তি থেকে মুক্তি পাবেন ও কর রিফান্ডের দাবি পূরণের বাধা কাটবে। উপকৃত হবেন প্রায় এক কোটির কাছাকাছি লোক ৷
প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যানের বক্তব্য, বকেয়া করের দাবি মুছতে করদাতাকে কিছুই করতে হবে না। তাঁদের সঙ্গে যোগাযোগও করবে না কর দফতর। তবে বকেয়ার দাবি নেটে কর জমার (ই-ফাইলিং) পোর্টালে রাখা হবে, যাতে চাইলে সেটা তারা দেখতে যায়। করদাতারা তাদের সমস্যার কথা জানালে তার সমাধানও করা হবে। তিনি জানান, এরফলে কর রিফান্ড প্রক্রিয়ায় গতি আসবে ও দফতরের খাতা পরিষ্কার হবে। রিফান্ড প্রক্রিয়ায় গতি আনতে করদাতাদের প্রথমে উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও সমস্যা হলে, এ বার থেকে দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।