Suzuki-র এই তিন‌ বাজার কাঁপানো বাইকে দারুণ ডিসকাউন্ট, মিস করলেই পস্তাবেন

Suzuki-Gixxer-SF-250 discount

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) পুজো উপলক্ষ্যে তাদের একাধিক বাইকে ফেস্টিভ সিজন অফারের ঘোষণা করল। Gixxer, Gixxer SF ও V-Strom SX-এই তিন মোটরসাইকেলকে অফারের আওতায় আনা হয়েছে। মডেলগুলি এখন কিনলে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার মিলবে। এই লোভনীয় অফার হাত ছাড়া না করতে এখনই সুজুকির নিকটবর্তী শোরুমে ছুটুন। 

Suzuki V-Strom SX-এ ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৬,০০০ টাকার ক্যাশব্যাক অফার করা হচ্ছে। এই একই অফার Gixxer, Gixxer SF-তেও মিলবে। Gixxer 250 ও Gixxer SF 250-তে ২০,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিটি বাইকে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি এক্সটেন্ড করার সুযোগ দিচ্ছে সুজুকি। মজার বিষয়, এই বাইক কেনার ক্ষেত্রে এক্স-শোরুম মূল্যের ১০০ শতাংশ লোন পাওয়া যাবে।

   

দীপাবলিতে ঘুরুন এই বাইকে, রাস্তার খানাখন্দ পরোয়াই করবে না

উল্লেখ্য, সুজুকির (Suzuki) এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন