HomeBusinessকর-চুক্তি উপেক্ষা করে TDS বাড়ানো যাবে না! সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

কর-চুক্তি উপেক্ষা করে TDS বাড়ানো যাবে না! সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

- Advertisement -

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে যেসব দেশের ডাবল ট্যাক্স অ্যাভয়ডেন্স অ্যাগ্রিমেন্ট (DTAA) রয়েছে, সেখানে বিদেশি সংস্থাকে পেমেন্ট করার সময় ভারতীয় কোম্পানিগুলিকে ১০%–এর বেশি ট্যাক্স কাটতে বাধ্য করা যাবে না। অর্থাৎ, বিদেশি সংস্থার PAN (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) না থাকলেও ২০% TDS কাটা যাবে—এই যুক্তিকে সর্বোচ্চ আদালত প্রত্যাখ্যান করেছে।

কোথা থেকে শুরু হল বিতর্ক?

আয়কর দফতর দাবি করেছিল, বহু বিদেশি সংস্থা PAN সরবরাহ না করায় আয়কর আইনের 206AA ধারায় ২০% TDS কাটা বাধ্যতামূলক। এই যুক্তিতে তারা ভারতীয় কোম্পানি—মাইন্ডট্রি, উইপ্রো, ম্যানথ্যান সফটওয়্যারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ২০% হারে ট্যাক্স কাটার নির্দেশ দিয়েছিল।
তবে সংশ্লিষ্ট ভারতীয় সংস্থাগুলির যুক্তি ছিল, তারা বিদেশি কোম্পানিগুলিকে ‘টেকনিক্যাল সার্ভিস’-এর জন্য যে পেমেন্ট করেছে, তা সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভারতের DTAA–র আওতায় পড়ে। সেখানে স্পষ্টভাবে ১০% হার নির্দিষ্ট করা আছে।

   

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: Supreme Court DTAA TDS Ruling

সুপ্রিম কোর্ট বলেছে, আন্তর্জাতিক কর-চুক্তি (DTAA) দেশের কর আইনের ওপর অগ্রাধিকার পাবে। তাই কোনো বিদেশি সংস্থার PAN না থাকলেও, যদি DTAA–তে ১০% TDS নির্ধারিত থাকে, তবে ভারত ২০% দাবি করতে পারে না।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত কর্ণাটক ও দিল্লি হাইকোর্টের আগের রায়কেও সমর্থন করে।
এর ফলে আয়কর দফতরের অতিরিক্ত কাটছাঁটের দাবি কার্যত খারিজ হয়ে গেল।

কেন গুরুত্বপূর্ণ এই রায়?

ভারতে কার্যরত বহু আইটি ও সফটওয়্যার কোম্পানি বিদেশি প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার পরিষেবা, টেকনিক্যাল সাপোর্ট, ক্লাউড পরিষেবা ইত্যাদি নেয়। এই সব ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বিদেশে টাকা পাঠানোর আগে TDS কাটতে হয়।
DTAA থাকলে সাধারণত এই হার ১০%।
নতুন রায়ে স্পষ্ট হলো—
বিদেশি প্রতিষ্ঠানের PAN না থাকলেও ১০%–এর বেশি কাটতে হবে না,
ক্রস-বর্ডার লেনদেন আরও সহজ হবে,
দ্বৈত করের ঝুঁকি কমবে,
টেক ও আইটি সেক্টরের ব্যবসা আরও স্বচ্ছ ও সুরক্ষিত হবে।

বাজেট ২০২৬–২৭ নিয়ে ডেলয়েট ইন্ডিয়ার প্রস্তাব:

এদিকে, ডেলয়েট ইন্ডিয়া জানিয়েছে, আগামী বাজেটে (২০২৬–২৭) ভারতের ‘উইথহোল্ডিং ট্যাক্স’ বা TDS/TCS কাঠামো আরও সহজ ও আধুনিক করা প্রয়োজন।
তাদের প্রস্তাব—
GST ব্যবস্থাকে ব্যবহার করে TDS/TCS আনুগত্য আরও সরল করা,
উইথহোল্ডিং ট্যাক্সকে তিন ভাগে সাজানো—
১) পণ্য
২) পরিষেবা
৩) রেসিডুয়ারি (যেমন সুদ, লভ্যাংশ ইত্যাদি)
ডেলয়েটের মতে, এতে কমপ্লায়েন্স বাড়বে এবং কর কাঠামো আরও স্বচ্ছ হবে।

শেষ কথা:

সুপ্রিম কোর্টের নতুন রায় দেশীয় কোম্পানিগুলিকে বড় স্বস্তি দিল এবং আন্তর্জাতিক ব্যবসা আরও নির্বিঘ্ন করতে পথ খুলে দিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular