রাজ্য সরকারের নতুন স্কিম, নারীরা পাবেন মাসিক ১০০০ টাকা পেনশন! জানুন বিস্তারিত

Sthree Suraksha Yojana Kerala

কেন্দ্র ও রাজ্য সরকার দেশজুড়ে নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এই ধারাবাহিকতায় কেরালা সরকার বেকার ও আয়হীন নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করেছে এক নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প— ‘স্ত্রী সুরক্ষা যোজনা’ (Sthree Suraksha Yojana)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য নারীদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে, যাতে তারা ন্যূনতম জীবিকা নির্বাহ করতে পারেন।
কেরালা সরকার ২০২৫ সালের ১০ নভেম্বর একটি সরকারি আদেশ জারি করে স্ত্রী সুরক্ষা যোজনার বিস্তারিত নিয়ম ও শর্তাবলি প্রকাশ করে। এরপর ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজ্যের যে সমস্ত নারী এই সুবিধা নিতে চান, তাঁদের অবশ্যই যোগ্যতার শর্ত ও আবেদন পদ্ধতি ভালোভাবে জেনে নিতে হবে।

Advertisements

কী এই স্ত্রী সুরক্ষা যোজনা?

স্ত্রী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য হল কেরালা রাজ্যের সেই সমস্ত নারী ও ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা, যাঁরা বর্তমানে বেকার এবং নিয়মিত আয়ের কোনও উৎস নেই। এই প্রকল্পের আওতায় সরকার প্রতি মাসে ১,০০০ টাকা পেনশন প্রদান করবে। এর মাধ্যমে সরকার নারীদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চাইছে।

   

কারা এই প্রকল্পের জন্য যোগ্য?

এই যোজনার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কেরালার স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩৫ থেকে ৬৫ বছর বয়সী নারী ও ট্রান্সজেন্ডার ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে যাঁরা ইতিমধ্যেই অন্য কোনও সরকারি পেনশন পাচ্ছেন— যেমন সার্ভিস ফ্যামিলি পেনশন, একক নারী পেনশন, প্রতিবন্ধী পেনশন, ইপিএফ পেনশন বা কোনও কল্যাণ তহবিল বোর্ডের পেনশন— তাঁরা এই প্রকল্পের জন্য অযোগ্য হবেন।
এছাড়াও আবেদনকারীর কাছে হলুদ বা গোলাপি রেশন কার্ড থাকতে হবে। যাঁরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী/অস্থায়ী চাকরিতে নিযুক্ত, গ্রান্ট-এইডেড প্রতিষ্ঠানে কর্মরত বা কেরালার বাইরে বসবাস করছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

কী কী সুবিধা মিলবে?

যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে সরাসরি ১,০০০ টাকা পেনশন দেওয়া হবে। এই অর্থ তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে মনে করছে সরকার।

আবেদন করতে লাগবে যে নথি:

আবেদনের সময় রেশন কার্ড (নীল বা সাদা গ্রহণযোগ্য নয়), আধার কার্ড বাধ্যতামূলক। বয়স প্রমাণের জন্য জন্ম সনদ, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়া যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট ও স্বঘোষণাপত্র গ্রহণযোগ্য হবে। পাশাপাশি কেরালার বাসিন্দা হওয়ার প্রমাণও দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

স্ত্রী সুরক্ষা যোজনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা কেরালা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট
ksmart.lsgkerala.gov.in/ui/web-portal-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর এলএসজিআই সেক্রেটারি নথি যাচাই করবেন। যাচাই সম্পন্ন হলে যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে এবং এরপরই পেনশন প্রদান শুরু হবে।

শেষ কথা:

সব মিলিয়ে, স্ত্রী সুরক্ষা যোজনা কেরালার বেকার নারীদের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements