HomeBusinessবিয়ের বাজারে সুখবর! দাম কমতেই দোকানে ভিড়, স্বস্তি ফিরল সোনার বাজারে

বিয়ের বাজারে সুখবর! দাম কমতেই দোকানে ভিড়, স্বস্তি ফিরল সোনার বাজারে

- Advertisement -

নভেম্বরের শেষ সপ্তাহে ফের সোনার দামে (Gold Price)  বড়সড় পতন লক্ষ্য করা গেছে। বিয়ের মরশুমে যখন সোনার চাহিদা তুঙ্গে, ঠিক সেই সময়েই দাম কমার খবর ক্রেতাদের মুখে হাসি ফোটাচ্ছে। টানা কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দর ওঠানামার প্রভাব পড়ছিল ভারতীয় বাজারেও। তবে সপ্তাহের শুরুতেই, অর্থাৎ আজ ২৬ নভেম্বর, দাম কমার জেরে সোনা কেনার আরও এক সুবর্ণ সুযোগ এসেছে সাধারণ ক্রেতার সামনে।

নভেম্বরের শেষ প্রান্তে এসে ফের একবার সোনার বাজারে নেমে এসেছে শীতল হাওয়া। টানা কয়েক সপ্তাহ ধরে সোনার দামের ওঠানামা চলছিল। কখনও দাম কমছে, আবার কখনও হঠাৎ করে উর্ধ্বমুখী হচ্ছে বাজার। তবে বিয়ের মরশুম শুরু হতেই ক্রেতাদের নজর ছিল সোনার বাজারের দিকে। এরই মাঝে আবারও মিলল সুখবর—আজ, সোমবার, সপ্তাহের শুরুতেই কমে গেল ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার দাম। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে বিয়ের বাজারে সোনার চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই এই সময়ে সোনা কেনার পরিকল্পনা করেন বহু মানুষ। কিন্তু গত কয়েক মাস ধরে দাম ক্রমাগত বাড়তে থাকায় বহু ক্রেতাই কেনাকাটার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছিলেন। সেই অবস্থাতেই দামের পতন ক্রেতাদের উৎসাহ আরও বাড়িয়ে তুলেছে।

   

আজকের বাজারদরে কলকাতায় ১০ গ্রাম ২২ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,১৪,৭০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,২৫,১৩০ টাকা।

২২ ক্যারাট সোনা সাধারণত গয়না তৈরিতে ব্যবহৃত হয়। আর ২৪ ক্যারাট সোনা প্রায় পুরোপুরি বিশুদ্ধ হওয়ায় তা মূলত কয়েন বা বার আকারে কেনা হয়ে থাকে। দামের পতনের ফলে দুই ক্যারাটের মধ্যেই আজ লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যাঁরা বিয়ের আগে বা বছরের শেষে সোনা কেনার পরিকল্পনা করেছিলেন তাঁদের জন্য এখনই উপযুক্ত সময়। কারণ সোনার দামে এই পতন কতদিন স্থায়ী হবে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আন্তর্জাতিক বাজারে যেকোনো মুহূর্তে দর উধ্বমুখী হতে পারে, ফলে দামের এই শিথিলতা সাময়িকও হতে পারে।

 

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular