বিশেষ পরিবর্তন এবার এমপ্লয়িজ পেনশন স্কিমে! না জানলে সমস্যা আপনার

বিভিন্ন স্কিমের পাশাপাশি দেশে এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS) বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কারনেই সরকারের পক্ষ থেকে ইপিএসের অধীনে থাকা নিয়মকে পরিবর্তন করা হয়েছে ২০২৪ সালের জুন…

Employee-Pension-Scheme

বিভিন্ন স্কিমের পাশাপাশি দেশে এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS) বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কারনেই সরকারের পক্ষ থেকে ইপিএসের অধীনে থাকা নিয়মকে পরিবর্তন করা হয়েছে ২০২৪ সালের জুন মাসের ১৪ তারিখের বিজ্ঞপ্তিতে। এই পরিবর্তিত নিয়মে জানানো হয়েছে যে ১০ বছর পূর্ণ হওয়ার আগে যদি কোন এমপ্লয়িজ ইপিএস স্কিম থেকে প্রস্থান করে তাহলে তারা কি সুবিধা পেতে পারে সেই বিষয় উল্লেখ করা হয়েছে এখানে।

Advertisements

এখানে ‘টেবিল ডি’ সংক্রান্ত নিয়মে পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে একজন কর্মচারী ১০ বছর পূর্ণ হওয়ার আগে পেনশন স্কিমের ত্যাগ করলে তিনি কত টাকা পাওয়ার যোগ্য সেই বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে টেবিল ডি সংক্রান্ত নিয়মে একটি সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে যদি কোন ইপিএসের সদস্য পেনশন স্কিম শেষ হওয়ার আগে অর্থাৎ ১০ বছর সম্পূর্ণ হওয়ার আগে সেই স্কিম থেকে বেড়িয়ে যান, তাহলে এই নিয়মটি তাকে তাঁর প্রাপ্য এককালীন অর্থ গণনা করতে সাহায্য করবে।

Advertisements

তবে আগের নিয়ম অনুসারে যদি সেই কর্মচারী ৪ বছর৭ মাসের জন্য পেনশন স্কিমের আওতায় থাকতেন তাহলে সেই ক্ষেত্রে ৫ বছরের পরিষেবার সুবিধা পেতেন। তবে এই নতুন নিয়ম অনুসারে, কর্মচারী ৫৫ মাসের পরিষেবার ভিত্তিতে এককালীন সুবিধা পাবেন। পাশাপাশি টেবিল ডি সংক্রান্ত তথ্য অনুসারে, এই এককালীন অর্থ তুলে নেওয়ার সুবিধাটি এখন থেকে সম্পূর্ণভাবে মাসের ভিত্তিতে গণনা করা হবে।

অর্থাৎ, ধরা যাক একজন ইপিএস সদস্য ৬ বছর ৮ মাসের অর্থাৎ মোট ৮০ মাসের স্কিম করেছেন। সে ক্ষেত্রে নতুন নিয়ম অনুসারে, তিনি এককালীন সুবিধার সুযোগ পাবে। ধরা যাক সেই সদস্যের বর্তমান মজুরি ১৫,০০০ টাকা। সে ক্ষেত্রে সেই এমপ্লয়িজ টেবিল ডি অনুসারে ৮০ মাসের পরিষেবার রিটার্ন পাবেন ৬.৭৮% যা ১,০১,৭০০ টাকা।