Share Market: ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে বিরাট ধস!

এক্সিট পোল সামনে আসার পর চড়চড় করে উঠেছিল শেয়ার বাজার। কিন্তু আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে। ১৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। Advertisements…

Stock market fall India

এক্সিট পোল সামনে আসার পর চড়চড় করে উঠেছিল শেয়ার বাজার। কিন্তু আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে। ১৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স।

Advertisements

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

বিজ্ঞাপন

১ জুন শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে। এনডিএ আসনসংখ্যা ৩৫০-র ওপরে থাকবে বলে এক্সিট পোলগুলিতে দাবি করা হয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের আসনসংখ্যা ১৫০-র নীচে থাকবে বলে জানিয়েছিল বেশিরভাগ এক্সিট পোল।

গণনার শুরুতেই বারাণসীতে পিছিয়ে পড়লেন মোদী

এদিন লোকসভা নির্বাচনের ফলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। গুজরাতের সুরাত আসনের বিজেপি প্রার্থীকে ইতিমধ্যে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে আজ গোটা দেশের ৫৪২টি লোকসভা আসনের গণনা অনুষ্ঠিত হচ্ছে।