Monday, December 8, 2025
HomeUncategorizedটাকা ঢেলে মহাবিপদ, কোটি কোটি টাকার লোকসান

টাকা ঢেলে মহাবিপদ, কোটি কোটি টাকার লোকসান

- Advertisement -

জুন মাস শেষ হলেও এ মাসে শেয়ারবাজারে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সাম্প্রতিক রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে।

জানা গিয়েছে, জুন মাসে বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ২,৫০০ পয়েন্ট বা ৪.৫ শতাংশ পড়ে যায়। বাজারে এই পতনের ফলে বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

   

জুন মাসে শেয়ার বাজারে পতনের ফলে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ১৪ লক্ষ কোটি টাকা। ৩০ শে জুন বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন ২৪৩.৬৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এক মাসে বাজার মূলধন কমেছে ১৪ লাখ কোটি টাকা। জুনে বাজার ৫২ সপ্তাহের সর্বনিম্নে নেমে আসে। সেনসেক্স নেমে যায় ৫০,৯২১ পয়েন্টে। বৃহস্পতিবার সেনসেক্স ৫১,০১৮ এবং নিফটি ১৫,৭৮০-এ বন্ধ হয়েছে। জুন মাসের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাধাতুর স্টকের স্টকগুলিতে, বিশেষত টাটা স্টিল, হিন্ডালকোর মতো স্টকগুলিতে দেখা গেছে। এই ত্রৈমাসিকে নিফটি ধাতুটি ২৭ শতাংশেরও বেশি নিচে নেমে এসেছে।

তবে জুলাই মাসে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের কোম্পানিগুলোর ফলাফল ঘোষণা করা হবে। যার উপর নির্ভর করবে বাজারের গতিবিধি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular