দালাল স্ট্রিটে খুশির হাওয়া, রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটি

গতকালের মতো আজ বৃহস্পতিবার সকালেও শেয়ার বাজারে খুসির হাওয়া। আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.22 শতাংশ অথবা 175.02 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয়…

share market (2)

গতকালের মতো আজ বৃহস্পতিবার সকালেও শেয়ার বাজারে খুসির হাওয়া। আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.22 শতাংশ অথবা 175.02 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় 80161.82। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.26 শতাংশ অথবা 62.35 পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 24348.85 -এর স্তরে। যা রেকর্ড পর্যায়ে পৌঁছে যায়।

Advertisements

আজ সেক্টরগুলির মধ্যে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেসের সূচকে পতন লক্ষ্য করা গিয়েছে। এই সূচক প্রায় 0.01 শতাংশ হ্রাস পেয়েছিল। অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কবার্তা

এ দিন সেনসেক্স-নিফটির উত্থানে সবথেকে বেশি লাভ করেছে কোচিন শিপইয়ার্ড, লয়েড মেটালস অ্যান্ড এনার্জি, এইচএফসিএল, রাইটস, মাজাগন ডক শিপবিল্ডার্স, হোনাসা কনজিউমার, সেলো ওয়ার্ল্ড, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, এবং বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্টের স্টকগুলি। তবে লাভের পাশাপাশি আবার ক্ষতির মুখে পড়ে বেশ কিছু স্টক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আভাস ফিনান্সিয়ারস, কেফিন টেকনোলজি, ইপিএল, চ্যালেট হোটেলস, সুভেন ফার্মাসিউটিক্যালস, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডিয়া সিমেন্টস, মেট্রো ব্র্যান্ডস, এবং সান টিভি নেটওয়ার্কের শেয়ারগুলি।