বৃহস্পতিবার ক্রয়ের প্রবণতা ফিরল দালাল স্ট্রিটে, মুখে হাসি বিনিয়োগকারীদের

share-market-high

স্বস্তির নিঃশ্বাস ফেলল আজ দালাল স্ট্রীটের বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি সংস্থার শেয়ার (Share Market) নতুন করে গতি পেয়েছে। সেই মতোই আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.22 শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 80103.80 স্তরে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.19 শতাংশ থেকে হয়ে দাঁড়ায় 24370.40 -এর স্তরে।

সেই কারনেই আজ সেক্টরগুলির (Share Market) মধ্যে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক বৃদ্ধি পায়।

   

Gen AI conclave: সব শিক্ষক AI প্রশিক্ষিত হবেন, বাম শাসিত কেরল গড়ল নজির

তবে আজ দালাল স্ট্রিটে (Share Market) সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী হয়েছে সোনা বিএলডাব্লু প্রিসিশন ফোর্জিংস, ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া, গুজরাট পিপিভাব পোর্ট, ফিলিপস কার্বন, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস, ইয়েস ব্যাঙ্ক, এনএমডিসি স্টিল, কোচিন শিপইয়ার্ড, পেটিএম, এবং অলকার্গো লজিস্টিকসের শেয়ার গুলিতে। আবার আজ সবচেয়ে বেশি পতনের মুখোমুখি হয়েছে ম্যাক্রোটেক ডেভলপারস, গ্লেনমার্ক লাইফ সায়েন্সেস, ঊষা মার্টিন, ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট, এজিস লজিস্টিকস, থার্ম্যাক্স, ব্রিগেড এন্টারপ্রাইজেস -এর শেয়ারে (Share Market)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন