আকর্ষণীয় রিটার্নের সম্ভাবনা রয়েছে বেশ কিছু মিউচুয়াল ফান্ড বিনিয়োগে,রইল বিবরণ

মিউচুয়াল ফান্ডগুলি বর্তমানে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় রিটার্ন সংগ্রহ করার একটি বিশেষ মাধ্যম হয়ে উঠেছে। তবে ,মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে সঠিক ফান্ড নির্বাচন করার বিষয়টি…

মিউচুয়াল ফান্ডগুলি বর্তমানে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় রিটার্ন সংগ্রহ করার একটি বিশেষ মাধ্যম হয়ে উঠেছে। তবে ,মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে সঠিক ফান্ড নির্বাচন করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ,মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই বাজারের বিভিন্ন ঝুঁকির বহন করে। তাই বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সঠিক ধারণা থাকা প্রয়োজন। প্রসঙ্গত অনেক মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা বিশ্বাস করেন, পোর্টফোলিওতে বৈচিত্র কম থাকলে তা আরও ভালো পরিমাণে রিটার্ন পেতে সাহায্য করবে। অনেক মিউচুয়াল ফান্ড স্কিম গড় রিটার্ন অফার করে কারণ সেই ফান্ডগুলির একটি অত্যন্ত বড় ও বৈচিত্রপূর্ণ পোর্টফোলিও থাকে। সেই কারণে তাদের কম বৈচিত্র থাকা মিউচুয়াল ফান্ডগুলির প্রতি আস্থা বেশি।

মিউচুয়াল ফান্ড কী?

   

SEBI –এর নিয়ম অনুসারে, মিউচুয়াল ফান্ড স্কিমগুলিকে অবশ্যই সর্বাধিক 30 টি স্টকের একটি পোর্টফোলিওতে বিনিয়োগ করতে হবে। এই স্কিমগুলির ক্ষেত্রে আর অন্য কোন বিধিনিষেধ কার্যকর করা হয়নি। ঠিক যেমন, ফ্লেক্সি ক্যাপ স্কিমগুলি যে কোন বাজারগত মূলধন এবং খাতে বিনিয়োগ করতে পারে। যদি,ফান্ডের বিনিয়োগের কৌশলটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আপনি এই ফান্ডগুলিতে বিনিয়োগ করার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন সে বিষয়ে আপনার বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন।

অপরপক্ষে মিউচুয়াল ফান্ডগুলির বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই স্কিমগুলির একটি কেন্দ্রীভূত বা কম বৈচিত্রপূর্ণ হয়ে থাকে। তবে ফান্ড ম্যানেজাররা তারা স্টক বাছাই করেন। তারা জানান বিনিয়োগ সঠিক হলে, এই ফান্ডগুলি থেকে আকর্ষণীয় রিটার্ন আসতে পারে। তবে,কন কারনে স্টক বাছাই যদি ভুল হয়, সেই ক্ষেত্রে স্কিমটি অনেকাংশে ক্ষতির সম্মুখীণ হয়ে পড়এ। তাই এই সকল ফান্ডে বিনিয়োগ করার বিশেষ ঝুঁকি থাকে। একই ভাবে যদি ফান্ড মানেজের সঠিক সিদ্ধান্ত নেন তাহলে সে ক্ষেত্রে ফান্ড বিশেষ লাভবান হয়। তবে সবটাই নির্ভর করে স্টক বাছাইয়ের দক্ষতার উপর।

তবে চলতি মাসে বেশকিছু ফান্ড রয়েছে যেগুলিতে বিনিয়োগ করলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যাবে। সেগুলি হল –
360 ওয়ান ফোকাসড ইকুইটি ফান্ড
এসবিআই ফোকাসড ইকুইটি ফান্ড
সুন্দরম ফোকাসড ফান্ড
কোয়ান্ট ফোকাসড ফান্ড