সোমবার সকালে দেখা মিলল সেনসেক্সে ফ্ল্যাট ট্রেডিং, ঊর্ধ্বগামী নিফটিও

সকাল সকাল দালাল স্ট্রীটে বিশেষ পরিবর্তন লক্ষ্য কড়া গেল না। তবে সকালের শুরুতে বাজারে দেখা মিলল ফ্ল্যাট ট্রেডিং। সেই কারনেই আজ সকালেই বম্বে স্টক এক্সচেঞ্জের…

sensex

সকাল সকাল দালাল স্ট্রীটে বিশেষ পরিবর্তন লক্ষ্য কড়া গেল না। তবে সকালের শুরুতে বাজারে দেখা মিলল ফ্ল্যাট ট্রেডিং। সেই কারনেই আজ সকালেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বৃদ্ধি পেয়ে হয়ে দাঁড়ায় 79056.53। সেই কারনেই আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 0.35 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

তবে আবার বেশ কয়েকটি সেক্টরের সূচক রেডজোনে পৌঁছায়। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হল নিফটি ব্যাঙ্ক, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি এফএমসিজি, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, এবং নিফটি হেলথকেয়ারের । এগুলি যথাক্রমে 0.11, 0.23, 0.09, 0.20, 0.01, 0.01, 0.07, এবং 0.01 শতাংশ নিম্নগামী হয়েছিল।

   

তবে রেডজোনের পাশাপাশি আজ নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। এগুলি যথাক্রমে 0.78, 0.16, 0.02, 0.31, 0.66, 0.75, 0.07, 0.13, 0.01, 0.25, এবং 0.07 শতাংশ ঊর্ধ্বগতিতে ছিল। এদিন India VIX -এর সূচক প্রায় 2.46 শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আবার মুনাফার নিরিখে শীর্ষ স্থান দখল করে ইমামি, ভব গ্লোবাল, ক্রেডিটঅ্যাক্সেস গ্রামীণ, জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচার, স্নাইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স ইন্ডিয়া, বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস, পিবি ফিনটেকের শেয়ারে। এছাড়াও পতন দেখা যায় গ্লোবাল হেলথ, প্রেস্টিজ এস্টেটস প্রোজেক্টস, হিন্দুস্তান জিঙ্ক, কল্পতরু প্রোজেক্টস ইন্টারন্যাশনাল, কল্যাণ জুয়েলার্স, অ্যাঞ্জেল ওয়ান, ইন্ডিয়া সিমেন্টস, এনটিপিসি, স্ক্যাফলার ইন্ডিয়া, টিটাগড় রেল সিস্টেমস, এবং EIH -এর স্টকে।