গতকাল বৃদ্ধির পর আজও ভারতীয় ইকুইটি মার্কেট শীর্ষে। আজ,মঙ্গলবার সকাল 9:15 নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.12 শতাংশ অথবা 86.66 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় 72862.79। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.25 শতাংশ অথবা 55 পয়েন্ট বেড়ে পৌঁছয় 22159.05 এর স্তরে।
এদিন নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 0.78 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আজ সকালের ট্রেডে সেক্টরগুলির মধ্যে শুধুমাত্র নিফটি অটোর সূচকে পতন দেখা গিয়েছিল। এই সূচক প্রায় 0.02 শতাংশ হ্রাস পায়। এদিন সেক্টরগুলির মধ্যে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। আজ India VIX -এর সূচক প্রায় 1.55 শতাংশ বৃদ্ধি পায় ।
কোন কোন স্টকে লাভ হয়েছে?
আজ সবচেয়ে বেশি মুনাফা হয়েছে HG Infra Engineering, Great Eastern Shipping Company, Cochin Shipyard, Shriram Pistons & Rings, Greenlam Industries, Elecon Engineering Company, Engineers India, Garden Reach Shipbuilders & Engineers, Mazagon Dock Shipbuilders,এর শেয়ারে।
কোন সংস্থাগুলির শেয়ারে ক্ষতি হয়েছে?
তবে এদিন বড়সড় পতনের মুখে পড়েছে UPL, Hindustan Zinc, Tube Investments of India, Edelweiss Financial Services, Cera Sanitaryware, Quess Corp, Zomato, One97 Communications, Lupin, Cipla এবং Dilip Buildcon -এর স্টকে।