Stock Market: লক্ষ্মীবারে বাজার খুলতেই নয়া রেকর্ড! প্রথমবার সেনসেক্স ছুঁল ৭৯ হাজার

Stock market

বৃহস্পতিবার বাজার খোলার পরেই সেনসেক্স এবং নিফটি-র পতন দেখা। ১ শতাংশ বেড়ে যায় ইন্ডিয়া ভিক্স। ফলে অনিশ্চয়তা বাড়তে দেখা যাচ্ছিল। তবে এরই মধ্যে রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলল বাজার। আজ (২৭ জুন, ২০২৪) বাজার খুলতেই ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে যায় শেয়ার দর। এই প্রথম শেয়ার বাজারের ইতিহাসে সেনসেক্স ৭৯,০০০-এর সীমা স্পর্শ করল। নিফটি ৫০-ও ছুঁয়ে ফেলেছে তাঁর সর্বকালীন উচ্চতার স্তর।

সকাল সকাল সিমেন্টের শেয়ারেই বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। লংজাম্প দিয়েছে আলট্রাটেক সিমেন্টের শেয়ার। ইন্ডিয়া সিমেন্টের ২৩ শতাংশ স্টেক কিনতে চলেছে আলট্রাটেক সিমেন্ট, এই খবর পাওয়া মাত্রই শেয়ারের দামে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বুধবার ইন্ডিয়া সিমেন্টের শেয়ারও বেড়েছিল ১৫ শতাংশ।

   

লক্ষ্মীবারে হুড়মুড়িয়ে কমল জ্বালানির দাম, কলকাতায় ১ লিটার পেট্রোলের রেট কত?

বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ প্রথমবার ৭৯,০০০-এর সীমা স্পর্শ করেছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১২টি শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। তবে ১৮টি শেয়ারের দামে পতন হয়েছে। লাভ ঘরে তুলেছে জেএসডাব্লু স্টিল।

এ দিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির মোট বাজার মূলধন ছিল ৪৩৭.০২ লক্ষ টাকা। কিন্তু বাজার খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যে তা ৪৩৮.৪৬ লক্ষ কোটি টাকায় উঠে যায়। যা পরে বেড়ে দাঁড়ায় ৪৩৯.০৭ লক্ষ কোটি টাকায়। বম্বে স্টক এক্সচেঞ্জে আজ ৩২৯৬টি শেয়ারের মধ্যে ২,০৬০টি শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে।

বিশ্ববাজারে এশিয়ান বাজারের মধ্যে, সিওল, টোকিও, সাংহাই এবং হংকংয়ের দরে পতন ছিল। বুধবার মার্কিন বাজারগুলি ইতিবাচক দরে বন্ধ হয়েছে। বিনিময় তথ্য অনুসারে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) বুধবার ৩,৫৩৫.৪৩ কোটি টাকার ইক্যুইটি বিক্রি করেছে। গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ০.২১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৫.০৭ মার্কিল ডলার হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন