সেনসেক্স ও নিফটি আজ ঊর্ধ্বমুখী , লাভ-ক্ষতি কোন স্টকে? রইল আপডেট

share market

দৈনিক শেয়ার বাজারের আর্থিক উন্নতিতে খুশির হওয়া দালাল স্ট্রিটে। তাই আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 95 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 77411 -এর স্তরে খোলে। ওই সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 16 পয়েন্ট বেড়ে পৌঁছায় 23532 এর স্তরে।

তবে আজ সেক্টরগুলির মধ্যে বেশ কয়েকটি স্টকে পতন দেখা গিয়েছে। সেগুলি হল নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস,নিফটি ফার্মা,নিফটি এফএমসিজি, নিফটি এনার্জি, নিফটি পিএসই এবং নিফটি হেলথকেয়ারের সূচক ইতাদি।

   

অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক গ্রিনজোনে পৌঁছায়।

তবে আজ উচ্চ মাত্রায় যে সকল স্টক গুলি পৌঁছেছে সেগুলি হল রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস, এলগি ইকুইপমেন্টস, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, হিমাদ্রি স্পেশালটি কেমিক্যাল, গুজরাট ফ্লুরোকেমিক্যালস, এনডুরান্স টেকনোলজিস, হিন্দুস্তান জিঙ্ক ইত্যাদি স্টকে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন