৭৫০০ টাকা ছাড় ! কিনে নিন স্যামসাংয়ের দুর্দান্ত 5G ফোন

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হয়ে গিয়েছে, শেষ হবে ১৫ অক্টোবর। সেলে মোবাইল ফোন ক্যাটাগরিতে বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। ফেস্টিভ্যাল সেলে সেরা ডিল…

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হয়ে গিয়েছে, শেষ হবে ১৫ অক্টোবর। সেলে মোবাইল ফোন ক্যাটাগরিতে বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। ফেস্টিভ্যাল সেলে সেরা ডিল দেওয়া হচ্ছে পোকো, স্যামসাং, অপ্পো, ভিভোর মতো ব্র্যান্ডের ফোনগুলোতে। এমন পরিস্থিতিতে আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে খুব কম দামে আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি এফ14 5জি ফোনটি কিনতেই পারেন।

বিগ বিলিয়ন সেলে এই ফোনের জন্য আলাদা একটি ব্যানার লাইভ হয়েছে, যেখানে লেখা রয়েছে, ‘Lowest 5G Phone from Samsung’। অর্থাৎ এটি স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ৫জি ফোন। ব্যানার থেকে জানা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনটি ১৭,৪৯০ টাকার পরিবর্তে ৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ৭,৫০০ টাকা ছাড়ে এটি কেনা যাবে।

বিশেষ বিষয় হল গ্রাহকরা প্রতি মাসে মাত্র ১,১১১ টাকার ইএমআই দিয়ে এই ফোনটি কিনতে পারবেন। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এফ14 5জি তে ৯০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৬ ইঞ্চি এফএইচডি + আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে চলে।

স্যামসাং গ্যালাক্সি এফ14 5জি তে ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সহ একটি এক্সিনোস ১৩৩০ প্রসেসর রয়েছে। কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ বাড়ানো যায়। ক্লিয়ার ভয়েস কলের জন্য এতে রয়েছে এআই বুস্ট ফিচার।

ক্যামেরা হিসেবে স্যামসাংয়ের এই ফোনের পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ারের জন্য এই সস্তা স্মার্টফোনটিতে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৬,০ এমএএইচ ব্যাটারি, যা এই ফোনের সবচেয়ে বিশেষ বিষয়। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে ৫জি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ও ইউএসবি টাইপ-সি পোর্ট।