সড়ক দুর্ঘটনা? এবার দেড় লক্ষ টাকা পর্যন্ত মিলবে ক্যাশলেস চিকিৎসার সুবিধা

নয়াদিল্লি: সড়ক দুর্ঘটনায় পড়লে আর দুশ্চিন্তা নয়। চিকিৎসার জন্য এখন থেকে কোনও টাকা খরচ না করেও মিলবে জরুরি পরিষেবা। কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘সড়ক দুর্ঘটনায় ক্যাশলেস…

Road Accident Cashless Treatment

নয়াদিল্লি: সড়ক দুর্ঘটনায় পড়লে আর দুশ্চিন্তা নয়। চিকিৎসার জন্য এখন থেকে কোনও টাকা খরচ না করেও মিলবে জরুরি পরিষেবা। কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘সড়ক দুর্ঘটনায় ক্যাশলেস চিকিৎসা প্রকল্প’, যেখানে প্রতিটি দুর্ঘটনার শিকার ব্যক্তি পাবেন সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা।

এই প্রকল্প ৫ মে ২০২৫ থেকে সারা দেশে চালু হয়েছে। দেশের যে কোনও রাস্তা—জাতীয় হোক বা রাজ্য সড়ক—যেখানে দুর্ঘটনা ঘটুক না কেন, সেই দুর্ঘটনায় আহত যে কেউ এই সুবিধা নিতে পারবেন।

   

চিকিৎসা পাবেন এক টাকাও খরচ না করে
দুর্ঘটনার পর যদি রোগীকে নিয়ে যাওয়া হয় সরকার নির্ধারিত কোনও হাসপাতালে, তাহলে সাত দিন পর্যন্ত তাঁর চিকিৎসার যাবতীয় খরচ সরকারই বহন করবে। রোগী বা তাঁর পরিবারের কারও কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না।

কিন্তু যদি তাঁকে এমন কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যা এই প্রকল্পের তালিকাভুক্ত নয়, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা বা রোগীকে স্থিতিশীল রাখা পর্যন্তই পরিষেবা দেওয়া হবে। পরে তাঁকে স্থানান্তর করা হবে নির্ধারিত হাসপাতালে।

কেমন করে চলবে এই প্রকল্প? Road Accident Cashless Treatment

এই উদ্যোগের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হেলথ অথরিটি (NHA)। তারা রাজ্য সরকার, হাসপাতাল এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

প্রতিটি রাজ্যে গঠন করা হয়েছে ‘স্টেট রোড সেফটি কাউন্সিল’, যারা হাসপাতাল তালিকাভুক্ত করা, রোগীর তথ্য রাখা ও হাসপাতালকে সময়মতো বিল মেটানোর দায়িত্বে থাকবেন।

নজরদারিতে কেন্দ্রীয় কমিটি

এই প্রকল্প ঠিকঠাক চলছে কি না, তা দেখার জন্য কেন্দ্র সরকার তৈরি করেছে একটি স্টিয়ারিং কমিটি। রোড ট্রান্সপোর্ট সচিবের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য, অর্থ, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, কিছু রাজ্য সরকার, বীমা সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনও।

২০২৪ সালের মার্চ মাসে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কয়েকটি জায়গায়। তার সফলতার পরেই এবার দেশজুড়ে চালু করা হলো পূর্ণাঙ্গ প্রকল্প।

কীভাবে এই সুবিধা পাওয়া যাবে?
১. দুর্ঘটনার পর যত তাড়াতাড়ি সম্ভব সরকারি তালিকাভুক্ত হাসপাতালে যান।

২. পুলিশকে খবর দিন। FIR প্রয়োজন হবে।
৩. হাসপাতালে কোনও টাকা লাগবে না। সরকার সরাসরি হাসপাতালকে টাকা দেবে।
৪. চিকিৎসার কাগজপত্র, প্রেসক্রিপশন, বিল ও FIR-এর কপি রেখে দিন। ভবিষ্যতের জন্য কাজে লাগবে।
৫. এই পরিষেবা দুর্ঘটনার দিন থেকে সাত দিন পর্যন্তই পাওয়া যাবে। তার পরে নিজের বিমা বা অন্য চিকিৎসা ব্যবস্থার দিকে যেতে হবে।

সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অনেক সময় রোগীর পরিবার টাকা জোগাড় করতে না পেরে চিকিৎসা শুরু করতেই দেরি করেন। এবার সেই চিন্তা আর থাকছে না।

Business: India launches cashless treatment scheme for road accident victims from May 5, 2025. Get free emergency medical care up to ₹1.5 lakh at empanelled hospitals nationwide, covering all roads for 7 days.

Advertisements