Monday, December 8, 2025
HomeBusiness500 টাকার নোট বন্ধে বড় আপডেট রিজার্ভ ব্যাংকের

500 টাকার নোট বন্ধে বড় আপডেট রিজার্ভ ব্যাংকের

- Advertisement -

২০০০ টাকার নোটের পরে কি এবার বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট? এমনি প্রশ্ন দানা বেঁধেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। ৫০০ টাকার নোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানা ধরনের ভুয়ো মেসেজ।

সম্প্রতি আরবিআই গভর্নরের স্বাক্ষর নিয়ে একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার সত্যতা জানিয়েছেন পিআইবি ফ্যাক্ট চেকার।

   

আপনি যদি ৫০০ টাকার নোট বাজারে চলবে না এমন কথা শুনে থাকেন বা পড়ে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন। কারণ পিআইবি ফ্যাক্ট চেকে এই তথ্যটিকে সম্পূর্ণ ভুয়ো বলে বর্ণনা করা হয়েছে। এই পরিস্থিতিতে, আপনার এই বার্তার প্রতি কান না দেওয়াই বুদ্ধিমত্তার কাজ হবে।

আসুন এবার গোটা ঘটনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক,

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বার্তায় বলা হয়েছে, ৫০০ টাকার নোটে সবুজ রেখা আরবিআই গভর্নরের স্বাক্ষরের কাছে নয় বরং গান্ধীজির ছবির কাছে থাকা উচিত। এই মেসেজ ভাইরাল হওয়ার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এরপরেই পিআইবি ফ্যাক্ট চেক এই বার্তাটির পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে।

পিআইবি ফ্যাক্ট চেক গোটা বিষয়টি জানতে পেরে এই বার্তাটিকে সম্পূর্ণ ভুয়া বলে বর্ণনা করেছে। আরবিআই এবং পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে, এটি একটি ভুয়ো তথ্য। বর্তমানে উভয় ধরনের নোটই বৈধ। পিআইবি জনগণকে এই ধরনের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular