নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত ২০ টাকার নোটের ঘোষণা আরবিআইয়ের

Governor Sanjay Malhotra's Signature
Governor Sanjay Malhotra's Signature

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আজ ঘোষণা করেছে যে, খুব শীঘ্রই বাজারে আসছে ২০ টাকার নতুন নোট, যা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের অংশ এবং এতে বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। তবে RBI স্পষ্ট করেছে যে, আগেই জারি হওয়া সব ২০ টাকার নোট আগের মতোই বৈধ এবং প্রযোজ্য থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, “RBI শীঘ্রই সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরযুক্ত মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ২০ টাকার ব্যাংকনোট জারি করবে। এই নোটের নকশা পূর্ববর্তী মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ২০ টাকার নোটের মতোই থাকবে।”

   

স্বাক্ষর বদল ছাড়া সবকিছু আগের মতোই নতুন ২০ টাকার নোটের ক্ষেত্রে মূল নকশা, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং রঙ একেবারেই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর নতুনভাবে থাকবে, যা তার দায়িত্ব গ্রহণের প্রতিফলন। উল্লেখ্য, সঞ্জয় মালহোত্রা ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে অধিষ্ঠিত হন।

এই প্রথা একেবারেই স্বাভাবিক এবং পূর্বেও বহুবার দেখা গেছে—গভর্নর পরিবর্তনের পর নতুন স্বাক্ষরযুক্ত নোট প্রকাশ করা হয়, যাতে RBI-এর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।

আগের সব ২০ টাকার নোট বৈধ থাকবে
রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, পূর্ববর্তী সব ২০ টাকার নোট বৈধ থাকবে এবং তা লেনদেন বা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এড়াতে RBI বারংবার জানিয়ে এসেছে যে, শুধুমাত্র গভর্নরের স্বাক্ষর পরিবর্তন হওয়ায় আগের নোট বাতিল হয় না।

নোটের রঙ ও নকশা অপরিবর্তিত
নতুন নোটে মূল রঙ থাকবে হালকা সবুজাভ হলুদ (Greenish Yellow)। পিছনের দিকে থাকবে ঐতিহ্যবাহী এলোরার গুহার চিত্র, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গর্বের প্রতীক। সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি, RBI-এর সীল, অশোক স্তম্ভ ও সংশ্লিষ্ট নিরাপত্তা চিহ্ন।
এটি সাধারণ মানুষের জন্য সহজে চিনতে পারা যাবে এবং আগের মতোই ব্যবহারে কোনো অসুবিধা হবে না। ডিজাইন একই থাকায় ভুয়ো নোট নিয়ে উদ্বেগও অনেকটাই কম থাকবে।

স্বল্পমূল্যের নোট হিসেবে ২০ টাকার গুরুত্ব
২০ টাকার নোট হলো ভারতের অন্যতম বহুল ব্যবহৃত স্বল্পমূল্যের নোট। দিনমজুর, ছোট ব্যবসায়ী, অটো-রিকশা চালক, দোকানদার সহ নানা স্তরের মানুষ এই নোটটি দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করেন। এ ধরনের নোটে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হলে সাধারণ মানুষের সমস্যা হয়। তাই নকশা অপরিবর্তিত রেখে শুধুমাত্র স্বাক্ষর বদল এক অত্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সাধারণ মানুষের জন্য নির্দেশনা
রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে যেন তারা কোনো প্রকার গুজবে কান না দেন এবং আগের সব ২০ টাকার নোট নির্ভয়ে ব্যবহার করেন। একইসঙ্গে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই পরিবর্তন সম্পর্কে সচেতন থাকেন এবং জনসাধারণকে যথাযথ সহায়তা দেন।

নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত ২০ টাকার নোট শীঘ্রই বাজারে এলেও পুরনো নোট চলবেই। ডিজাইন একই থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। RBI-এর এই পদক্ষেপ প্রশাসনিক ধারাবাহিকতার প্রতিফলন এবং জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত নোট বাজারে এলে সেটি RBI-এর একটি প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

অতএব, আগামী দিনে বাজারে আপনি একই ডিজাইনের ২০ টাকার নোট দেখতে পাবেন, তবে গভর্নরের স্বাক্ষরে থাকবে সামান্য পরিবর্তন—এটাই মূল পার্থক্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন