ব্রিটেন থেকে দেশে ১ লাখ কেজি সোনা ফেরাল RBI, পোক্ত অর্থনীতির লক্ষণ?

rbi moves 1 lakh kg of gold from uk to its vaults in india , ব্রিটেন থেকে দেশে ১ লাখ কেজি সোনা ফেরাল আরবিআই

ব্রিটেন থেকে ১ লক্ষ কেজি সোনা দেশে ফেরাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সবার অলক্ষ্যেই এই কাজ রিজার্ভ ব্যাঙ্ক করেছে বলে খবর। ১৯৯১ সালের পর এই প্রথম এত বড় পরিমাণ সোনার মজুদ স্থানান্তর করেছে ভারত।

জানা গিয়েছে, এই মুহূর্তে ভারতের গচ্ছিত সোনার দুই তৃতীয়াংশই রয়েছে বিদেশি ব্যাঙ্কের ভল্টে নিরাপদ আশ্রয়ে। এর সিংহভাগ ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে। সেখান থেকেই প্রায় ১০০ টন সোনা দেশে ফেরানো হয়েছে।

   

৩১ মে-র মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে কী কী বিপদ? জানাল আয়কর দফতর

এতদিন দেশে গচ্ছিত সোনার পরিমাণ ছিল মোটামুটিভাবে মোট সোনার এক তৃতীয়াংশ। এর ফলে দেশের সিন্দুকে গচ্ছিত সোনার পরিমাণ বেড়ে প্রায় অর্ধেক হল। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে যা ছিল ৭৯৪ টন।

ভোটের আগের দিন ফের সস্তা সোনা, হুড়মুড়িয়ে পড়ল রুপোর দাম

কেন মজুত সোনা দেসে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক? অর্থনীতিবদ সঞ্জীব সান্ন্যাল জানিয়েছেন যে, বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিদেশের ব্যাহ্কগুলিকে বড় অঙ্কের ভাড়া দিতে হয়। ১ লাখ কেজি সোনা ফেরানোয় আর সেটা গুনতে হবে না। বিশেষজ্ঞদের মতে, দেশের মাটিতে সোনার নিরাপত্তা নিয়েও তেমন আর প্রশ্ন নেই।

তিন দশকের সামান্য কয়েক বছর আগে ১৯৯১ সালে ভারতের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হয়ে এসেছিল। তখন নিরুপায় হয়েই সোনা বন্ধক দিতে হয় ভারতকে। ১৯৯১ সালে আর্থিক উদারীকরণের আগে প্রায় ২০ টন সোনা কার্যত গোপনেই বিদেশে সরিয়েছিল ভারত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তখনকার থেকে ছবিটা ঠিক উল্টো। এবার রিজার্ভ ব্যাঙ্ক বিদেশে জমা থাকা সোনা দেশে ফেরালো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন