ছেঁড়া অথবা বিকৃত নোট বদলে নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রইল বিস্তারিত

দৈনন্দিন জীবনে টাকার ব্যাবহার বিশেষ গুরুত্বপূর্ণ। এই টাকাই ব্যাবহার করতে করতে কোন সময় তা নষ্ট হয়ে যায়। সেই সকল নষ্ট হয়ে যাওয়া টাকা বদলাতে সাধারণ…

দৈনন্দিন জীবনে টাকার ব্যাবহার বিশেষ গুরুত্বপূর্ণ। এই টাকাই ব্যাবহার করতে করতে কোন সময় তা নষ্ট হয়ে যায়। সেই সকল নষ্ট হয়ে যাওয়া টাকা বদলাতে সাধারণ মানুষের একমাত্র ভরসা ব্যাঙ্ক। যে কোন ব্যাঙ্কে ছেঁড়া বা বিকৃত নোট জমা করলেই সেটি পাল্টে তার বিনিময়ে অন্য নোট দিয়ে থাকে। তবে এখন আর সাধারন ভাবে এই নোট বদল করা যাবে না। তার জন্য একাধিক নিয়ম জারি করেছে আরবিআই। নিয়মগুলি জানা সকলের বিশেষ জরুরি।

তবে বিক্রিত ময়লা টাকা বহু মানুষের কাছেই থাকে। এই ময়লা, বিক্রিত, ছেঁড়া নোটগুলি বাজারে সামগ্রি কেনার সময় অসুবিধায় পরে ক্রেতারা। কারণ, বিক্রেতারা এই নোটিগুলি নিতে চান না। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমগ্র দেশবাসীকে এই সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছেন সাধারণ মানুষ দেশের কে কোন প্রান্তের যে কোন ব্যাঙ্কে গিয়ে আপনার ময়লা, ছেঁড়া, বিকৃত নোটের বিনিময়ে ব্যবহারযোগ্য নোট সহজেই পেতে পারেন। এই সকল অযোগ্য নোট পরিবর্তন করার পিছনে জানানো হয়েছে বেশ কিছু নিয়ম যে গুলি সকলের জানা প্রয়োজন। নাহলে সকলকেই সমস্যায় পড়তে পারে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রত্যেকটি ত্রুটিপূর্ণ নোটের জন্য আলাদা আলাদা নিয়ম প্রদান করা হয়েছে যা আলোচনা করা হল নিম্নে। ময়লা নোট
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে জানিয়েছে যে, একটি ‘ময়লা নোট অত্যাধিক ব্যবহার ও ধুলো ময়লা লাগার পাশাপাশি ছিঁড়ে যাওয়ার কারণে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। তবে সেই সকল নোটগুলি সরকারি বকেয়া পরিশোধের জন্য এবং ব্যাঙ্কগুলিতে থাকা জনসাধারণের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য গ্রহণ করা হয়ে থাকে। তবে এখন গ্রাহকেরা সরাসরি এই নোটটি বিনিময় করতে পারবেন বলে জানিয়েছেন।

   

বিকৃত নোট
বিকৃত নোট বলতে বোঝায় সেই সকল নোটকে যার একটি অংশ অনুপস্থিত বা এটি দুটি টুকরোর বেশি অংশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিকৃত নোটগুলি যে কোন ব্যাঙ্কের শাখায় জমা করে তার পরিবর্তে নতুন নোট নেওয়া সম্ভব। এই এক্সচেঞ্জের সুবিধাটি যাতে ব্যক্তিগত মানি চেঞ্জার বা ত্রুটিপূর্ণ নোটের পেশাদার ডিলারদের দ্বারা প্রভাবিত না হয়,সেই বিষয়টি দেখার জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে বাড়তি গুরুত্ব প্রদান করা হয়েছে।

ময়লা,পুড়ে যাওয়া,ছিঁড়ে যাওয়া বা একসঙ্গে জুড়ে যাওয়া নোট
যে নোটগুলি অতিরিক্ত বিকৃত হয়ে গিয়েছে, খারাপভাবে অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে বা এমনভাবে আটকে গিয়েছে যাকে আলাদা করা যাচ্ছে না এবং স্বাভাবিকভাবে ব্যবহার করার যোগ্য অবস্থায় নেই সেগুলি ব্যাঙ্কের পক্ষ থেকে পাল্টে দেওয়া হবে না। আরবিআই –এর ইস্যু অফিসে পরবর্তীতে একটি বিশেষ পদ্ধতির অধীনে বিচার করা হবে যে, আদৌ নোটিগুলি পরিবর্তন করে দেওয়া যাবে কী না।