কলকাতা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র গভর্নর শক্তিকান্ত দাস ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছেন৷ এই ঘোষণার সঙ্গেই ক্যাশ রিজার্ভ রেশিও ৪.৫ শতাংশ থেকে নেমে ৪ শতাংশে দাঁড়িয়েছে৷ ১৪ এবং ২৮ ডিসেম্বর, মোট দুটি ধাপের মধ্যে দিয়ে তা কমানো হবে৷ (RBI governor announces CRR reduction)
ক্যাশ রিজার্ভ রেশিও কী? RBI governor announces CRR reduction
ক্যাশ রিজার্ভ রেট (CRR) হল একটি গুরুত্বপূর্ণ মুদ্রানীতি৷ গ্রাহকরা ব্যাঙ্কগুলিতে যা টাকা জমা করেন, সেই জমা টাকার একটি নির্দিষ্ট অংশ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে (RBI) রাখতে হয়৷ যাতে গ্রাহকদের দাবি অনুযায়ী নগদ দিতে পারে ব্যাঙ্কগুলি৷ এই প্রক্রিয়া নিশ্চিত করতেই ক্যাশ রিজার্ভে রাখা হয়। বর্তমানে এটি ব্যাঙ্কের নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস (NDTL)-এর ৪.৫ শতাংশ। অর্থাৎ, প্রতিটি ১০০ টাকা জমার ক্ষেত্রে সাড়ে চার টাকা আরবিআই-এর কাছে জমা রাখতে হবে৷
CRR পরিবর্তন করে RBI ঋণ দেওয়ার জন্য উপলব্ধ অর্থের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে৷
অর্থনীতির উপর প্রভাব RBI governor announces CRR reduction
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ক্যাশ রিজার্ভ রেশিও ৫০ বেসিস পয়েন্ট কমায় দেশের ব্যাঙ্কিং সিস্টেমে ১.১৬ লক্ষ কোটি টাকার জোগান বাড়বে। যা আর্থিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করবে। হাতে টাকা বেশি থাকলে, ব্যাঙ্কগুলি আরও বেশি করে লোন দিতে পারবে। যা অর্থনৈতিক বৃদ্ধির পথ প্রশস্থ করবে। সাধারণ লগ্নিকারীরাও সহজে লোন পেতে পারবেন। তাছাড়া ব্যাঙ্ক এই টাকা অন্য ক্ষেত্রেও খাটাতে পারবে। ফলে ব্যাঙ্কের লাভ বাড়বে৷
Business: RBI Governor Shaktikanta Das announces a 50 basis points reduction in the Cash Reserve Ratio (CRR), lowering it from 4.5% to 4%. The reduction will be implemented in two phases on December 14 and 28, 2024. Learn more about the impact of this policy.