রুপো বন্দক রেখে লোন নিচ্ছেন? RBI-র নতুন নির্দেশিকায় কী বদল আসছে জানুন

RBI Gold Silver Loan Rules

ভারতে সোনা বন্ধক রেখে ঋণ নেওয়া দীর্ঘদিনের প্রচলিত প্রথা। এবার সেই ক্ষেত্র আরও বিস্তৃত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে সোনার পাশাপাশি রুপাও ঋণের জামানত হিসেবে গ্রহণ করতে পারবে সমস্ত নিয়ন্ত্রিত ঋণদাতা প্রতিষ্ঠান—ব্যাংক, এনবিএফসি, কো-অপ ব্যাংক থেকে হাউসিং ফাইন্যান্স কোম্পানিও।
৬ জুন ঘোষিত এই নির্দেশিকা অনুযায়ী, দেশে সোনা–রুপোর ঋণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, মানসম্মত ও ঋণগ্রহীতাবান্ধব করাই RBI–র লক্ষ্য।

Advertisements

কোথায় মিলবে এই সুবিধা ও কোনগুলো নিষেধ?

ঋণ পাওয়া যাবে সোনা ও রুপোর গয়না, অলংকার ও কয়েন বন্ধক রেখে।
তবে বুলিয়ন (প্রাইমারি গোল্ড বা সিলভার বার) বন্ধক রেখে ঋণ দেওয়া যাবে না, যাতে জল্পনা রোখা যায়।
আগেই বন্ধক রাখা সোনা/রুপো পুনঃবন্ধক বা রিপ্লেজ করা যাবে না।
ঋণ নিয়ে সোনা, রুপো বা স্বর্ণভিত্তিক সিকিউরিটিজ (ETFs) কেনা নিষিদ্ধ।

সুবিধা কোথায় বাড়ল? RBI Gold Silver Loan Rules

ছোট ঋণে বাড়ল LTV অনুপাত:
২.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে সোনার মূল্যের ৮৫% পর্যন্ত লোন মিলবে (আগে ছিল ৭৫%)।
উদাহরণ: সোনার মূল্য ১ লক্ষ হলে এখন সর্বোচ্চ ৮৫,০০০ টাকা ঋণ মিলবে।

বুলেট রিপেমেন্টের সময়সীমা বেঁধে ১২ মাস:
প্রিন্সিপাল ও সুদ একসঙ্গে মেয়াদ শেষে দেওয়ার ঋণ এবার ১ বছরের মধ্যেই শোধ করতে হবে।

Advertisements

কতটা গয়না ঋণগ্রহীতা বন্ধক রাখতে পারবেন?

ধরণ সর্বোচ্চ সীমা (একজন ঋণগ্রহীতার ক্ষেত্রে)-
সোনা (অলংকার) ১ কেজি,
সোনার কয়েন ৫০ গ্রাম,
রুপোর অলংকার ১০ কেজি,
রুপোর কয়েন ৫০০ গ্রাম।

ঋণগ্রহীতার সুরক্ষায় শক্ত ব্যবস্থা:

ঋণ শোধের দিনেই বন্ধক রাখা সোনা–রুপো ফেরত দিতে হবে, নইলে দিনে ৫,০০০ টাকা ক্ষতিপূরণ,
মূল্যবান অলংকার হারালে বা নষ্ট হলে পুরো ক্ষতিপূরণ,
নিলাম স্বচ্ছ প্রক্রিয়ায়—রিজার্ভ প্রাইস বাজারদরের কমপক্ষে ৯০% (দুই নিলাম ব্যর্থ হলে ৮৫%),
নিলামে উদ্বৃত্ত অর্থ ৭ কর্মদিবসের মধ্যে ফেরত,
সব কাগজপত্র স্থানীয় ভাষায় বা ঋণগ্রহীতার পছন্দের ভাষায় দিতে হবে।

শেষ কথা:

RBI–র নতুন নিয়মে স্বর্ণঋণ খাতে স্বচ্ছতা, জবাবদিহি, দ্রুত পরিষেবা ও গ্রাহকসুরক্ষা আরও জোরদার হতে চলেছে। রুপোকে অন্তর্ভুক্ত করার ফলে ঋণের বিকল্পও বাড়বে, বিশেষত সাধারণ মধ্যবিত্ত ও কৃষিজীবী পরিবারগুলোর জন্য।