মাত্র ৫০ টাকার বিনিয়োগেই মিলবে ৩৫ লক্ষ টাকা

ফের বাম্পার অফার আনল পোস্ট অফিস। গ্রাম সুরক্ষা যোজনায় টাকা জমা করলে মিলতে পারে লক্ষাধিক টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা…

ফের বাম্পার অফার আনল পোস্ট অফিস। গ্রাম সুরক্ষা যোজনায় টাকা জমা করলে মিলতে পারে লক্ষাধিক টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা গ্রামীণ ডাক জীবন বীমা প্রকল্প কর্মসূচির অংশ। জানা গিয়েছে, গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি ১৯৯৫ সালে ভারতের গ্রামীণ জনসাধারণের জন্য চালু করা হয়েছিল। গ্রাম সুরক্ষা যোজনায় কেউ যদি প্রতিদিন মাত্র ৫০ টাকা বিনিয়োগ করেন তবে সে নিজের জন্য ৩৫ লক্ষ টাকা রিটার্ন নিশ্চিত করতে পারেন। অর্থাৎ এই স্কিমে মাসে ১৫০০ টাকা জমা দিয়ে আপনি পেতে পারেন ৩৫ লক্ষ টাকা।

যাঁরা ভিলেজ সিকিউরিটি স্কিমে বিনিয়োগ করেন তাঁরা পুরো ৩৫ লক্ষ টাকার সুবিধা পান। এই স্কিমের এই পরিমাণ বোনাস সহ ৮০ বছর বয়সে বিনিয়োগকারীকে দেওয়া হয়। যে ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করেন, তিনি যদি ৮০ বছর বয়সের আগেই মারা যান, তাহলে তাঁর নমিনি এই টাকা পাবেন।

১৯ বছর থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ভারতের যে কোনও নাগরিক গ্রাম সুরক্ষা যোজনায় বিনিয়োগ করতে পারেন। এতে কমপক্ষে ১০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। প্রিমিয়াম দেওয়ার জন্যও অনেক বিকল্প রয়েছে। কিস্তিটি বিনিয়োগকারীদের দ্বারা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রদান করা যেতে পারে।

গ্রাম সুরক্ষা নীতি কেনার পর ঋণের সুবিধাও নিতে পারবেন। তবে পলিসি কেনার ৪ বছর পর পরই ঋণ নেওয়া যাবে। এ ছাড়াও যদি কখনও প্রিমিয়াম দিয়ে পলিসির মেয়াদে ডিফল্ট হয়ে থাকে, তাহলে বকেয়া প্রিমিয়ামের টাকা দিয়ে তা আবার শুরু করতে পারবেন।