প্রতিদিন মাত্র ২টাকা খরচে মিলবে ১৫ লক্ষ টাকার সুরক্ষা, পোস্ট অফিসের স্কিমে চমক

Post Office Insurance policy

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত পরিবর্তন আনছে পোস্ট অফিস পরিষেবা। এখন শুধু চিঠিপত্র নয়, সঞ্চয় ও বিমা পরিষেবার দিক থেকেও বড় ভূমিকা নিচ্ছে পোস্ট অফিস (Post Office Insurance policy)। এমনই এক নজরকাড়া অফার এনেছে তারা নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে যৌথ উদ্যোগে, যেখানে মাত্র ৭৫৫ টাকা বার্ষিক প্রিমিয়ামে মিলতে পারে ১৫ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত কভার।

Advertisements

এই স্কিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হল- প্রতিদিন মাত্র ২ টাকার একটু বেশি খরচ করলেই এই পলিসি নেওয়া যায়। অল্প আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত পরিবার, সকলের জন্যই এটি অত্যন্ত উপযোগী।

তিন ধরনের কভারেজ, নমনীয় প্যাকেজ

নিভা বুপার এই বিমা স্কিমে রয়েছে তিনটি বিকল্প—

  • ৩৫৫ টাকায় ৫ লক্ষ টাকার কভার
  • ৫৫৫ টাকায় ১০ লক্ষ টাকার কভার
  • ৭৫৫ টাকায় ১৫ লক্ষ টাকার কভার

এছাড়াও রয়েছে চিকিৎসা সহায়তা, কোমার ক্ষেত্রে আর্থিক সাপোর্ট, পুড়ে যাওয়া বা হাড় ভাঙার জন্য বিশেষ ক্ষতিপূরণ ও সন্তানদের শিক্ষা এবং বিবাহের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা।

Advertisements

অসুস্থ হলে কী কী সুবিধা পাবেন?

* কোমায় গেলে ৩ মাস পরে, ১০ সপ্তাহের জন্য ১৫,০০০ টাকা

  • দুর্ঘটনার চিকিৎসা বাবদ এক লক্ষ টাকা পর্যন্ত IPD কভার
  • হাড় ভাঙলে ২৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা
  • পুড়ে গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কভার
  • প্রতিদিনের চিকিৎসার জন্য ১,০০০ (জেনারেল বেড) থেকে ২,০০০ (ICU) টাকা
  • গর্ভবতী মহিলাদের সিজারিয়ান ডেলিভারিতে দৈনিক ১,০০০ টাকা (জেনারেল বেড) এবং ২,০০০ টাকা (ICU) সাপোর্ট

কে নিতে পারবেন এই পলিসি?

এই বিমা নিতে হলে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই পলিসির জন্য যোগ্য। আংশিক বা সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রেও এই বিমা কভার কাজ করে।

কেন এই স্কিম গুরুত্বপূর্ণ?

হঠাৎ কোনও দুর্ঘটনা বা মৃত্যুর পরিস্থিতিতে পরিবার যেন আর্থিকভাবে না ভেঙে পড়ে, সেজন্যই এই বিমা একটি কার্যকর সুরক্ষা বলয় তৈরি করে। বিশেষ করে অল্প বিনিয়োগে এমন উচ্চ কভারেজ সচরাচর বাজারে মেলে না।