নতুন বছরের ঠিক আগে তরুণদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র সরকার। কর্মসংস্থানের ক্ষেত্রে প্রথমবার পা রাখতে চলা যুবকদের জন্য ১৫,০০০ টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক (Ministry of Labour and Employment) এক্স (পূর্বতন টুইটার)-এ টুইট করে জানিয়েছে, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (Pradhan Mantri Vikasit Bharat Rojgar Yojana)-র আওতায় এই সুবিধা দেওয়া হবে।
প্রথমবার চাকরি পেলেই ১৫,০০০ টাকা:
মন্ত্রকের টুইটে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা প্রথমবার আনুষ্ঠানিক (Formal) চাকরিতে যোগ দেবেন এবং একই সঙ্গে প্রথমবার EPFO অ্যাকাউন্ট খুলবেন, তারাই এই যোজনার সুবিধা পাবেন। যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা দেবে সরকার। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তরুণদের আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে উৎসাহিত করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা।
EPFO অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক: PM Viksit Bharat Rozgar Yojana
এই যোজনার সুবিধা পেতে হলে কর্মীদের অবশ্যই EPFO (Employees’ Provident Fund Organisation)-র অধীনে নিবন্ধিত হতে হবে। অর্থাৎ, যাঁরা চুক্তিভিত্তিক কাজ করছেন কিন্তু EPFO অ্যাকাউন্ট নেই, তাঁরা এই সুবিধার জন্য যোগ্য হবেন না। চাকরিতে যোগ দেওয়ার পর EPFO অ্যাকাউন্ট খোলা হলে তবেই সরকার প্রদত্ত এই প্রণোদনার টাকা পাওয়া যাবে।
সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া:
সরকার জানিয়েছে, এই যোজনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আগ্রহী যুবক-যুবতীরা ঘরে বসেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট
pmvry.labour.gov.in বা pmvbry.labor.gov.in ভিজিট করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
তরুণদের জন্য বড় সুযোগ:
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের মাধ্যমে তরুণরা শুধু আর্থিক সহায়তাই পাবেন না, বরং তাঁদের কর্মজীবনের শুরুতেই সামাজিক সুরক্ষার ছাতার তলায় আনা সম্ভব হবে। নতুন বছরে চাকরির বাজারে প্রবেশ করতে চলা যুবকদের জন্য এটি একটি বড় সুযোগ।
সরকারের লক্ষ্য:
এই যোজনার মাধ্যমে সরকার দেশের যুবসমাজকে স্বনির্ভর করা, কর্মসংস্থান বাড়ানো এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। নতুন বছরে চাকরির প্রথম ধাপে এই ১৫,০০০ টাকার প্রণোদনা নিঃসন্দেহে তরুণদের জন্য একটি বড় উপহার।
