স্ট্রিট ভেন্ডরদের জন্য বড় সুবিধা! জেনে নিন পিএম স্বনিধি স্কিমের যোগ্যতা ও সুবিধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশে সর্বস্তরে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। এই উদ্দেশ্যেই বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচি চালু…

PM SVANidhi Scheme Street Vendors

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশে সর্বস্তরে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। এই উদ্দেশ্যেই বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষকে ব্যবসা শুরু ও চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

Advertisements

পথ বিক্রেতাদের জন্য বিশেষ মাইক্রো-ক্রেডিট প্রকল্প:

এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে পথ বিক্রেতাদের আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র সরকার চালু করেছে একটি বিশেষ মাইক্রো-ক্রেডিট প্রকল্প — ‘পিএম স্বনিধি’ (PM SVANidhi) বা প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল পথ বিক্রেতাদের সহজ শর্তে ঋণ প্রদান করে তাঁদের ব্যবসাকে শক্তিশালী করে তোলা।

বিজ্ঞাপন

কোভিডের সময়ে শুরু, আজও চলমান প্রকল্প:

২০২০ সালের ১ জুন, কোভিড-১৯ মহামারির সময়ে, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এই প্রকল্পটি শুরু করে। মহামারিতে বিপর্যস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটি ছিল আর্থিক সহায়তার একটি বড় উদ্যোগ। প্রকল্পের মাধ্যমে পথ বিক্রেতারা স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পেতে পারেন।

সহজ শর্তে ঋণ ও বিশেষ সুবিধা:

এই প্রকল্পের আওতায় বিক্রেতারা ১৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা পর্যন্ত জামানতবিহীন ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ নিতে পারেন। নিয়মিত ঋণ পরিশোধকারীদের জন্য বছরে ৭% সুদে ভর্তুকি দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট ডিজিটাল লেনদেনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১,৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যায়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঋণে কোনও প্রি-ক্লোজার চার্জ নেই, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেয়।

কারা আবেদন করতে পারবেন?

শহর স্থানীয় সংস্থা (ULB) কর্তৃক ইস্যু করা বিক্রেতা সনদপত্র বা পরিচয়পত্রধারীরা সরাসরি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। যারা সমীক্ষায় চিহ্নিত হলেও সনদ পাননি, তাঁদের জন্য একটি আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রভিশনাল সার্টিফিকেট তৈরি করা হয়।
এছাড়া যারা সমীক্ষার বাইরে থেকে ব্যবসা শুরু করেছেন, তাঁরা যদি স্থানীয় সংস্থা বা টাউন ভেন্ডিং কমিটির সুপারিশপত্র (LoR) পান, তাহলেও তাঁরা ঋণের জন্য যোগ্য হবেন।

সহজ আবেদন প্রক্রিয়া ও ব্যাংকিং সহায়তা:

আবেদনকারীরা PM SVANidhi পোর্টাল বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)–এর মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন। ঋণ বিতরণ করা হয় বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, ছোট অর্থায়ন ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, NBFC, মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান ও স্বনির্ভর গোষ্ঠী (SHG) ব্যাঙ্কের মাধ্যমে।
এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে SIDBI (Small Industries Development Bank of India)।

প্রয়োজনীয় নথিপত্র ও KYC প্রক্রিয়া:

আবেদনের জন্য আধার ও ভোটার আইডি সহ মৌলিক KYC নথি জমা দিতে হয়। এছাড়া প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স, এমজিএনআরইজি কার্ড বা প্যান কার্ডও ব্যবহার করা যেতে পারে।

লক্ষ লক্ষ বিক্রেতার ব্যবসায় নতুন গতি:

এই প্রকল্প ইতিমধ্যেই দেশজুড়ে লক্ষ লক্ষ স্ট্রিট ভেন্ডরের ব্যবসা পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেন্দ্রের আশা, আগামী দিনে আরও অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ‘পিএম স্বনিধি’ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠবেন।