প্রধানমন্ত্রী মোদির হাতে উদ্বোধন ‘ESTIC ২০২৫’, ১ লক্ষ কোটি টাকার গবেষণা তহবিলের ঘোষণা

MODI URGES GLOBAL SOUTH REPRESENTATION AND SUSTAINABLE DEVELOPMENT AT G20

আগামী ৩ নভেম্বর জাতীয় রাজধানীর ভারত মণ্ডপমে ‘ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন দিনের এই মহাসভায় (৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত) বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মিলনমেলা ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি উপস্থিত অতিথিদের উদ্দেশে ভাষণও দেবেন।

Advertisements

১ লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবন ফান্ড উদ্বোধন:
এই অনুষ্ঠানে দেশের গবেষণা ও উন্নয়ন (R&D) ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন ১ লক্ষ কোটি টাকার ‘রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (RDI) স্কিম ফান্ড’। এই স্কিমের মূল লক্ষ্য হল বেসরকারি খাতনির্ভর গবেষণা ও উদ্ভাবনের পরিকাঠামো গড়ে তোলা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের এক বিবৃতি অনুযায়ী, এই প্রকল্পের মেয়াদ ছয় বছর, যার মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষে ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কনসোলিডেটেড ফান্ড অব ইন্ডিয়া থেকে এই অর্থায়ন করা হবে।

   

এই ফান্ডের আওতায় থাকবে দীর্ঘমেয়াদি স্বল্প বা শূন্য সুদের ঋণ, ইকুইটি ইনভেস্টমেন্ট এবং ডীপ-টেক ফান্ড অফ ফান্ডস-এ সরকারি অংশগ্রহণ। তবে এতে অনুদান বা স্বল্পমেয়াদি ঋণের সুযোগ রাখা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের উদ্ভাবন ইকোসিস্টেমকে আরও মজবুত করবে এবং তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

Advertisements

১১টি মূল থিমে আলোচনা ও প্রযুক্তি প্রদর্শনী:
ESTIC ২০২৫-এ প্রায় ৩,০০০-এরও বেশি প্রতিনিধি যোগ দেবেন — যার মধ্যে থাকবেন নোবেল বিজয়ী বিজ্ঞানী, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা এবং সরকারি নীতিনির্ধারকরা। তিন দিনের এই কনক্লেভে আলোচনা হবে ১১টি মূল থিমে—
অ্যাডভান্সড মেটেরিয়ালস ও ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়ো-ম্যানুফ্যাকচারিং, ব্লু ইকোনমি, ডিজিটাল কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, কৃষি প্রযুক্তি, শক্তি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য ও মেডিক্যাল টেকনোলজি, কোয়ান্টাম সায়েন্স এবং মহাকাশ প্রযুক্তি।

উদ্ভাবনের নতুন দিগন্তে ভারত:
PMO জানিয়েছে, এই কনক্লেভে অনুষ্ঠিত হবে শীর্ষ বিজ্ঞানীদের বক্তব্য, প্যানেল আলোচনাসভা, গবেষণা উপস্থাপনা ও প্রযুক্তি প্রদর্শনী। লক্ষ্য একটাই— গবেষক, শিল্পক্ষেত্র ও তরুণ উদ্ভাবকদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামোকে আরও শক্তিশালী করা।
ESTIC ২০২৫ ভারতের উদ্ভাবনী যাত্রায় এক নতুন অধ্যায় সূচিত করবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।