নভেম্বরেই আসছে পিএম কিসান প্রকল্পের নতুন কিস্তি, অনলাইনে স্ট্যাটাস চেকের নিয়ম দেখুন

PM Kisan Samman Nidhi Status Check

কৃষকদের আয় বৃদ্ধি ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তিন কিস্তিতে (২,০০০ টাকা করে) সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।

Advertisements

ইতিমধ্যেই ২০ কিস্তি বিতরণ, অপেক্ষায় ২১তম:

সরকার এখন পর্যন্ত এই প্রকল্পের ২০টি কিস্তি প্রদান করেছে। বর্তমানে কৃষকরা ২১তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। প্রতিবেদনে জানা গেছে, নভেম্বরের প্রথমার্ধে এই কিস্তি প্রকাশ হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।

   

তবে জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধস-প্রভাবিত কৃষকদের জন্য সরকার ইতিমধ্যেই আগাম ২১তম কিস্তি মুক্তি দিয়েছে। ৭ অক্টোবর, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লির কৃষি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কিস্তি প্রদান করেন। এতে ৮.৫৫ লক্ষ কৃষক, যার মধ্যে প্রায় ৮৫,০০০ মহিলা কৃষকও রয়েছেন, ১৭১ কোটি টাকা পেয়েছেন। এ পর্যন্ত জম্মু-কাশ্মীরের কৃষকরা পিএম-কিসান প্রকল্পের আওতায় মোট ৪,০৫২ কোটি টাকা সহায়তা পেয়েছেন।

নির্বাচনকালীন আচরণবিধি সত্ত্বেও অর্থ ছাড় সম্ভব: PM Kisan Samman Nidhi Status Check

বর্তমানে বিহারে নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর থাকলেও, এই প্রকল্পের অধীনে অর্থ প্রদান বন্ধ হবে না। সরকারি নিয়ম অনুযায়ী, নতুন প্রকল্প ঘোষণা নিষিদ্ধ হলেও পূর্ব অনুমোদিত প্রকল্পগুলির অর্থ বিতরণ চালিয়ে যাওয়া যায়। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হবে।

Advertisements

কীভাবে নাম ও অবস্থা যাচাই করবেন?

কৃষকরা তাদের নাম ও কিস্তির অবস্থা দেখতে পারেন pmkisan.gov.in পোর্টালে।
হোমপেজে ‘FARMERS CORNER’ থেকে ‘Beneficiary List’ এ ক্লিক করুন।
রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম নির্বাচন করে ‘Get Report’ চাপুন।
নিবন্ধিত কৃষকরা ‘Status of Self Registered Farmer/CSC Farmers’ অপশন থেকে আধার নম্বর দিয়ে নিজের অবস্থাও যাচাই করতে পারবেন।

শেষ কথা:

২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্প ঘোষণা করেন, যা পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম Direct Benefit Transfer (DBT) স্কিম হিসেবে স্বীকৃত, যা দেশের কোটি কোটি কৃষকের জীবনে আর্থিক স্থিতিশীলতা এনেছে।