পিএম কিষাণ আপডেট: একসঙ্গে ৪,০০০ টাকা পেতে পারেন যোগ্য কৃষকরা! জানুন বিস্তারিত

PM Kisan 21st Installment Date Status

দেশজুড়ে লক্ষ লক্ষ কৃষক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan Samman Nidhi) স্কিমের ২১তম কিস্তির জন্য। যাঁদের আগের কিস্তি কোনো কারণে স্থগিত হয়েছিল, তাঁদের জন্য এবার সুখবর। সরকার জানিয়েছে, সমস্যার সমাধান হলে এই কৃষকেরা একবারে ৪,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন—অর্থাৎ ২০তম ও ২১তম দুই কিস্তি একসঙ্গে জমা হতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisements

অযোগ্য সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ:

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এক নোটিশ জারি করেছে, যেখানে সতর্ক করা হয়েছে সেইসব কৃষকদের, যাঁরা আগে স্কিমের সুবিধা পেয়েছিলেন কিন্তু এখন অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়েছেন। সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, অনেকেই স্কিমের নিয়ম ভঙ্গ করেছেন, যার ফলে তাঁদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। সরকার অবৈধভাবে সুবিধা নেওয়া কাউকেই ছাড় দিচ্ছে না।

   

যাচাইয়ের পর যোগ্যদের ফেরানো হবে তালিকায় PM-Kisan Ineligible Beneficiaries Refund

যেসব নাম তালিকা থেকে বাদ গেছে, তাদের ক্ষেত্রে শারীরিক যাচাই চলছে। যাচাই প্রক্রিয়া শেষে যাঁরা যোগ্য বলে প্রমাণিত হবেন, তাঁদের নাম আবার অন্তর্ভুক্ত করা হবে।

অযোগ্যতার প্রধান কারণগুলি:

সরকার জানিয়েছে, অযোগ্যতার অন্যতম কারণ হলো—
২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পর জমির মালিকানা পরিবর্তন হওয়া,
একই পরিবারের একাধিক সদস্য (স্বামী, স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানসহ) সুবিধা নেওয়া।

এছাড়া রিপোর্টে দেখা গেছে, প্রায় ২৯.১৩ লক্ষ সন্দেহজনক ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনেই কিস্তি নিয়েছেন। এর মধ্যে ১৯.৪ লক্ষ মামলার তদন্ত হয়েছে, যার মধ্যে ১৮.২৩ লক্ষ (৯৪%) ক্ষেত্রে অবৈধ সুবিধা নেওয়ার প্রমাণ মিলেছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৯.৯ লক্ষ, রাজস্থানে ৩.৭৫ লক্ষ এবং ঝাড়খণ্ডে ৩.০৪ লক্ষ এমন ঘটনা ধরা পড়েছে।

স্কিমের উদ্দেশ্য ও অনিয়মের পরিসংখ্যান:

PM-Kisan স্কিমের লক্ষ্য দেশের যোগ্য কৃষকদের বছরে ₹৬,০০০ আর্থিক সহায়তা দেওয়া—যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কিস্তিতে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, এক পরিবারের মধ্যে শুধু স্বামী, স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তান এই সুবিধা পেতে পারেন। তবে দেখা গেছে, ১.৭৬ লক্ষ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক সন্তান ও অন্যান্য আত্মীয় ভুলভাবে সুবিধা নিয়েছেন এবং ৩৩.৩৪ লক্ষ রেজিস্ট্রেশনে জমির মালিকানা সংক্রান্ত ভুল তথ্য ছিল।

যোগ্যতা যাচাইয়ের নির্দেশ ও পুনরায় আবেদন প্রক্রিয়া:

কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে ২১তম কিস্তি প্রকাশের আগে নিজেদের যোগ্যতা যাচাই করতে। এর জন্য সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in-এর Eligibility Status বা Know Your Status (KYS) বিভাগে গিয়ে তথ্য যাচাই করা যাবে। এছাড়া Kisan Mitra Chatbot বা মীসেবা (MeeSeva) কেন্দ্র থেকেও মোবাইলের মাধ্যমে নথি আপলোড করে পুনরায় আবেদন করা সম্ভব।

সরকারের স্পষ্ট বার্তা:

সরকার জানিয়েছে, তালিকা থেকে কৃষকদের নাম সরানো সম্পূর্ণ অস্থায়ী। যাচাই প্রক্রিয়া শেষে যোগ্যদের নাম ফের অন্তর্ভুক্ত করা হবে, তবে যাঁরা অবৈধভাবে সুবিধা নিয়েছেন তাঁদের স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। আপাতত ২১তম কিস্তি প্রকাশের তারিখ ঘোষণা হয়নি, তাই কৃষকদের নিয়মিত ওয়েবসাইট চেক করতে ও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements