আধার OTP দিয়েই সম্পূর্ণ করুন পিএম কিষান ই-কেওয়াইসি, জেনে নিন ধাপে ধাপে প্রক্রিয়া

PM Kisan e-KYC Mandatory

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২১তম কিস্তির জন্য। সরকারী নির্দেশিকা অনুযায়ী, যেসব কৃষকের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি সরাসরি জমা হবে, তাদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisements

কী এই পিএম কিষান যোজনা?

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কর্তৃক চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তিন কিস্তিতে প্রদান করা হয়—প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।

   

২১তম কিস্তি কবে আসবে? PM Kisan e-KYC Mandatory

প্রতি চার মাস অন্তর এই কিস্তি প্রদান করা হয়। শেষ কিস্তিটি ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী, ২১তম কিস্তি নভেম্বরের প্রথমার্ধে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। যদিও সরকারিভাবে সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

তবে জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ইতিমধ্যেই ২১তম কিস্তির অর্থ আগাম মুক্তি দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লির কৃষি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৭১ কোটি টাকা সরাসরি ৮.৫৫ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। এর মধ্যে ৮৫,০০০-রও বেশি মহিলা কৃষক রয়েছেন। এ পর্যন্ত জম্মু-কাশ্মীরের কৃষকরা মোট ৪,০৫২ কোটি টাকা পেয়েছেন এই প্রকল্পের আওতায়।

Advertisements

কেন ই-কেওয়াইসি বাধ্যতামূলক?

ই-কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে সরকার প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে, মধ্যস্বত্বভোগীদের ভূমিকা দূর করতে এবং প্রকৃত কৃষকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। তাই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা না হলে পরবর্তী কিস্তির অর্থ বন্ধ হয়ে যেতে পারে।

ই-কেওয়াইসি করার উপায়:

কৃষকরা নিচের চারটি পদ্ধতির মাধ্যমে ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন:
1. OTP ভিত্তিক ই-কেওয়াইসি – PM Kisan পোর্টাল বা মোবাইল অ্যাপে উপলব্ধ।
2. বায়োমেট্রিক ই-কেওয়াইসি – কমন সার্ভিস সেন্টার (CSC) বা রাজ্য সেবা কেন্দ্রে সম্পন্ন করা যায়।
3. মুখ স্ক্যান (Face Authentication) – PM Kisan মোবাইল অ্যাপের মাধ্যমে করা যায়, বিশেষত যাদের ফিঙ্গারপ্রিন্ট সুবিধা নেই তাদের জন্য।

শেষ কথা:

ই-কেওয়াইসি সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে এর স্ট্যাটাস ওয়েবসাইটে আপডেট হয়। তাই কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, নভেম্বরের কিস্তি পাওয়ার আগে যেন তারা দ্রুত ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেন এবং নিজেদের বেনিফিসিয়ারি স্ট্যাটাস নিয়মিতভাবে যাচাই করেন, যাতে সময়মতো আর্থিক সহায়তা পেতে কোনো সমস্যা না হয়।