পিএম কিষাণের নতুন কিস্তি শুরুর আগে কৃষকদের জন্য বড় নির্দেশ

PM Kisan 21st Installment

ভারতের কৃষক সমাজের জন্য বড় সুখবর আসতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের ২১তম কিস্তি খুব শিগগিরই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নভেম্বরের প্রথম সপ্তাহেই এই কিস্তি প্রকাশ করতে পারেন বলে জানা গেছে, যদিও এখনও সরকারি ভাবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি।

Advertisements

জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই বিতরণ হয়েছে টাকা:

সম্প্রতি ভয়াবহ বন্যার পর জম্মু ও কাশ্মীরের কৃষকদের সাহায্যের উদ্দেশ্যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই ২১তম কিস্তি বিতরণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর মোট ১৭০ কোটি টাকা সরাসরি ৮.৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

   

অন্যান্য রাজ্যের কৃষকদের অপেক্ষা: PM Kisan 21st Installment

এখন দেশের অন্যান্য রাজ্যের কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের পরবর্তী ₹২০০০ পাওয়ার জন্য। এই প্রকল্পের আওতায় প্রতি কৃষক বছরে মোট ৬,০০০ টাকা পান—প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে তিন কিস্তিতে (এপ্রিল–জুলাই, আগস্ট–নভেম্বর ও ডিসেম্বর–মার্চ)।

ই-কেওয়াইসি বাধ্যতামূলক:

প্রকল্পের অর্থ পেতে হলে কৃষকদের ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করা আবশ্যক। সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, “eKYC is MANDATORY for PMKISAN Registered Farmers.” কৃষকরা চাইলে PM Kisan পোর্টালে OTP-ভিত্তিক ই-কেওয়াইসি করতে পারেন অথবা নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন।

পিএম কিষাণ স্ট্যাটাস চেক করার নিয়ম:

1. অফিসিয়াল ওয়েবসাইটে যান — pmkisan.gov.in
2. হোমপেজে FARMERS CORNER-এ ক্লিক করে “Status of Self Registered Farmer/CSC Farmers” নির্বাচন করুন।
3. আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড লিখে স্ট্যাটাস যাচাই করুন।

Advertisements

কারা এই প্রকল্পের জন্য যোগ্য?

যে কৃষক ভারতের নাগরিক, নিজের নামে চাষযোগ্য জমি আছে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক — তাঁরাই প্রকল্পের আওতায় পড়বেন। তবে সরকারি কর্মচারী, আয়করদাতা, মাসে ₹১০,০০০-র বেশি পেনশনভোগী বা প্রতিষ্ঠানভুক্ত জমির মালিকরা এই সুবিধা পাবেন না।

নতুন করে নাম নথিভুক্ত করার পদ্ধতি:

1. ওয়েবসাইটে গিয়ে ‘New Farmer Registration’-এ ক্লিক করুন।
2. আধার নম্বর, রাজ্য ও ক্যাপচা কোড দিন এবং OTP দিয়ে যাচাই করুন।
3. পূর্ণ নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC কোড, মোবাইল নম্বর ও জমির তথ্য দিন।
4. আবেদন জমা দেওয়ার পর রাজ্য নোডাল অফিসার যাচাই করবেন এবং অনুমোদনের পর আপনার নাম উপকারভোগীর তালিকায় যুক্ত হবে।

উপকারভোগীর তালিকা দেখবেন যেভাবে:

ওয়েবসাইটের FARMERS CORNER থেকে ‘Beneficiary List’ এ ক্লিক করে রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম নির্বাচন করুন। তারপর “Get Report” ক্লিক করলে আপনার গ্রামের উপকারভোগীদের নামের তালিকা দেখা যাবে।

শেষ কথা:

শীঘ্রই নভেম্বরের প্রথমার্ধেই দেশের লক্ষ লক্ষ কৃষকের ব্যাঙ্কে পৌঁছাবে বহু প্রতীক্ষিত ২১তম কিস্তি। তাই এখনই ই-কেওয়াইসি ও স্ট্যাটাস চেক সম্পূর্ণ করে রাখুন।