দেশের কৃষকদের আর্থিক সহায়তায় কেন্দ্রীয় সরকার প্রতি চার মাস অন্তর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করে থাকে। বছরে মোট ৬,০০০ টাকা তিন কিস্তিতে প্রত্যক্ষ হস্তান্তর পদ্ধতিতে (DBT) জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে প্রকল্পের ২০টি কিস্তির অর্থ মুক্তি দিয়েছে কেন্দ্র।
গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০তম কিস্তির অর্থ বিতরণ করেন, যার মাধ্যমে ৯.৮ কোটির বেশি কৃষক উপকৃত হয়েছেন। এর মধ্যে প্রায় ২.৪ কোটি ছিলেন মহিলা কৃষক। যদিও এই কিস্তি সাধারণ সময়ের তুলনায় কিছুটা দেরিতে মুক্তি পেয়েছিল। সাধারণত প্রতি চার মাস অন্তর অর্থ দেওয়া হলেও ২১তম কিস্তির জন্য কৃষকরা এবার নভেম্বর মাসকেই ধরে অপেক্ষায় রয়েছেন।
সরকার ১৯তম কিস্তি মুক্তি দেয় গত ফেব্রুয়ারিতে, ১৮তম কিস্তি অক্টোবর ২০২৪-এ এবং ১৭তম কিস্তি জুন ২০২৪-এ। নিয়ম অনুযায়ী এপ্রিল-জুলাই, আগস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ—এই তিন পর্যায়ে বছরে তিনবার করে ২,০০০ টাকা করে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে।
২১তম কিস্তি কবে আসছে?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২১তম কিস্তি নভেম্বরের প্রথমার্ধেই মুক্তি পেতে পারে। তবে কেন্দ্র এখনও সরকারি তারিখ ঘোষণা করেনি। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধস–পীড়িত কৃষকদের জন্য আগাম ভিত্তিতে ইতিমধ্যেই ২১তম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অক্টোবরের ৭ তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থ বিতরণ করেন। ৮.৫৫ লাখ কৃষক এর সুবিধা পেয়েছেন, যার মধ্যে ৮৫,০০০-এর বেশি মহিলা কৃষক।
কারা এই সুবিধা পাবেন? PM Kisan 21st Installment
যোগ্যতার কিছু মূল শর্ত,
হতে হবে ভারতীয় নাগরিক,
অবশ্যই চাষযোগ্য জমির মালিক হতে হবে,
আয়করদাতা হলে সুবিধা মিলবে না,
মাসিক পেনশন ১০,০০০ টাকার বেশি হলে অযোগ্য,
প্রাতিষ্ঠানিক জমির মালিক হলে সুবিধা প্রযোজ্য নয়।
e-KYC বাধ্যতামূলক:
ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে e-KYC না করলে কিস্তির টাকা মিলবে না।
স্ট্যাটাস বা নাম চেক করার পদ্ধতি:
ওয়েবসাইট: pmkisan.gov.in–এ গিয়ে
Know Your Status এ ক্লিক
রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই
এছাড়া নতুন কৃষক রেজিস্ট্রেশন এবং আবেদনও একই ওয়েবসাইট থেকেই করা যায়।


