কৃষকদের জন্য বড় ঘোষণা! ৩৫,৪৪০ কোটি টাকার নতুন যোজনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করলেন — ‘পিএম ধন ধান্য কৃষি যোজনা’ ও ‘মিশন ফর আত্মনির্ভরতা…

PM Dhan Dhanya Krishi Yojana

কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করলেন — ‘পিএম ধন ধান্য কৃষি যোজনা’ ও ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’। এই দুটি প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৫,৪৪০ কোটি টাকা। রাজধানীর ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কৃষি অনুষ্ঠানে এই উদ্বোধন হয়।

Advertisements

পিএম ধন ধান্য কৃষি যোজনা: কৃষিতে আধুনিকায়নের নতুন দিশা:

২৪,০০০ কোটি টাকার ব্যয়ে গঠিত এই প্রকল্পের লক্ষ্য হল কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্যকরণকে উৎসাহিত করা, টেকসই কৃষি পদ্ধতি প্রচলন, পঞ্চায়েত ও ব্লক স্তরে ফসল সংরক্ষণের আধুনিক পরিকাঠামো তৈরি, সেচব্যবস্থা উন্নত করা এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি কৃষিঋণের সহজলভ্যতা নিশ্চিত করা। দেশের নির্বাচিত ১০০টি জেলায় এই প্রকল্প কার্যকর করা হবে।

Advertisements

আত্মনির্ভরতা ইন পালসেস মিশন: ডাল উৎপাদনে বিপ্লব: PM Dhan Dhanya Krishi Yojana

১১,৪৪০ কোটি টাকার এই মিশনের লক্ষ্য হল ডাল উৎপাদনের ক্ষেত্র বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ক্রয়, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের মূল্য শৃঙ্খল মজবুত করা এবং ক্ষতি কমানো। এর মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানো হবে।

কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রকল্প উদ্বোধন:

বিশেষ কৃষি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং কেন্দ্রের কৃষিনীতি ও আধুনিক কৃষি প্রযুক্তির দিকগুলি তুলে ধরেন। একই সঙ্গে কৃষি, পশুপালন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে ৫,৪৫০ কোটিরও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা হয় এবং ৮১৫ কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু ও জম্মু-কাশ্মীরে কৃত্রিম গর্ভাধান প্রশিক্ষণ কেন্দ্র, আমরেলি ও বানাসে সেন্টার অফ এক্সেলেন্স, অসমে আইভিএফ ল্যাব, মেহসানা-ইন্দোর-ভিলওয়ারায় মিল্ক পাউডার প্ল্যান্ট, তেজপুরে ফিশ ফিড প্ল্যান্ট এবং কৃষি প্রক্রিয়াকরণ অবকাঠামো। পাশাপাশি, আন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, পুদুচেরি ও ওড়িশায় বিভিন্ন আধুনিক মৎস্য ও কৃষি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

কৃষি ক্ষেত্রে সাফল্যের নতুন মাইলফলক:

এই কর্মসূচিতে সরকার বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরে- ১০,০০০ এফপিও-তে ৫০ লক্ষ কৃষকের সদস্যপদ, ১,১০০ এফপিও-র বার্ষিক টার্নওভার ১ কোটির বেশি, ৫০,০০০ কৃষকের প্রাকৃতিক চাষে সার্টিফিকেশন, ৩৮,০০০ মৈত্রী টেকনিশিয়ানের প্রশিক্ষণ এবং ১০,০০০-এর বেশি প্যাকস-এর কম্পিউটারাইজেশন। এছাড়া বহু প্যাকস এখন প্রধানমন্ত্রী কিসান সমৃদ্ধি কেন্দ্র ও কমন সার্ভিস সেন্টার হিসেবেও কাজ করছে।

এই দুটি নতুন প্রকল্প ভারতের কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা, আত্মনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।