দেশে বিদেশি বিনিয়োগ (FDI) ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ (FII) প্রবাহ আরও শক্তিশালী করতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ উচ্চপর্যায়ের একটি বৈঠক ডেকেছেন। ই-কমার্স, স্টার্টআপ এবং শিল্পখাতের শীর্ষ প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং নীতিগত শিথিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। সরকারি এক শীর্ষ আধিকারিক ANI–কে জানিয়েছেন, বর্তমান বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে ভারতের ‘Ease of Doing Business’ র্যাঙ্কিং ও বৈশ্বিক সাপ্লাই চেইনে দেশের অবস্থান আরও মজবুত করা।
রপ্তানিমুখী ইনভেন্টরি ই-কমার্সে এফডিআই শিথিলতার প্রস্তাব:
বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল ইনভেন্টরি-ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য এফডিআই নীতি সহজ করা, তবে তা শুধুমাত্র রপ্তানিমুখী ব্যবসার ক্ষেত্রে। প্রস্তাব অনুযায়ী, বিদেশি বিনিয়োগপ্রাপ্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ভারতীয় পণ্য সরাসরি সংগ্রহ, মজুত এবং আন্তর্জাতিক গ্রাহকদের কাছে রপ্তানি করতে পারবে। এই নীতি কার্যকর হলে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের রপ্তানি আরও দ্রুত ও প্রতিযোগিতামূলক হবে। তবে এই সুবিধা দেশের অভ্যন্তরীণ ই-কমার্স বাজারে প্রযোজ্য হবে না।
রপ্তানি বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগের ভূমিকা: Piyush Goyal Eases FDI Norms for Exports
সরকারি মতে, ইনভেন্টরি-ভিত্তিক রপ্তানি প্ল্যাটফর্মে বিদেশি মূলধন ঢুকলে ভারতীয় উৎপাদক ও রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সহজ হবে। বিনিয়োগ বাড়লে লজিস্টিক্স, গুদামজাতকরণ, প্রযুক্তি এবং সাপ্লাই চেইন পরিকাঠামো আরও উন্নত হবে, যা দীর্ঘমেয়াদে রপ্তানি-বৃদ্ধি কৌশলকে গতি দেবে। এফডিআই নীতি সহজ হওয়ায় বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
ই-কমার্স রপ্তানি বাড়াতে সরকারের বিশেষ নজর:
বিশ্বব্যাপী প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতের ই-কমার্স রপ্তানি এখনও পিছিয়ে। সেই ব্যবধান কমাতেই সরকার বর্তমানে নানা নীতি পরিবর্তন ও নতুন কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা করছে। বৈঠকে ই-কমার্স রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় পরিকাঠামো, যেমন উন্নত শিপিং সিস্টেম, গুদাম, প্রযুক্তি এবং দ্রুত রপ্তানি চ্যানেল তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত:
আজকের বৈঠক থেকে প্রাপ্ত সুপারিশ ও স্টেকহোল্ডারদের মতামত বিশ্লেষণের পর সরকার এফডিআই নীতি সংশোধনের বিষয়ে আরও সিদ্ধান্ত নেবে। বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নীতি পরিবর্তন কতটা কার্যকর হতে পারে—তা এই আলোচনার ওপরই নির্ভর করছে।
