সকাল ৬টায় স্থির নয়া দাম, কলকাতায় কত পেট্রোল-ডিজেল?

November 8 Fuel Price Check: Latest Petrol & Diesel Rates Announced
November 8 Fuel Price Check: Latest Petrol & Diesel Rates Announced

কলকাতা: এখন অনেকের সকাল শুরু হয় আর এক কাপ চা নয়, পেট্রোল-ডিজেলের খোঁজ নিয়ে। অফিসযাত্রী থেকে ডেলিভারি কর্মী, যাঁদের দিন গাড়ি ছাড়া চলে না, তাঁদের কাছে তেলের দাম যেন দিনের প্রথম খবর।

প্রতিদিন ভোর ৬টায় দেশের তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দর ও ডলার-টাকার বিনিময় হারের ভিত্তিতে নতুন করে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে (Petrol Diesel Price Today)।

   

এই হেরফেরের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। ফলে আজ কোথায় কত দাম, তা জেনে নেওয়া জরুরি।

আজ সোমবার, ৫ অগস্ট, দেশের বিভিন্ন মহানগরে পেট্রোল-ডিজেলের দাম এই রকম:

কলকাতা:
পেট্রেল ১০৫.৭৫ টাকা | ডিজেল ৯০.৭৬ টাকা

দিল্লি:
পেট্রেল ৯৪.৭২ টাকা | ডিজেল ৮৭.৬২ টাকা

মুম্বই:
পেট্রেল ১০৪.২১ টাকা | ডিজেল ৯২.১৫ টাকা

চেন্নাই:
পেট্রেল ১০০.৭৫ টাকা | ডিজেল ৯২.৩৪ টাকা

বেঙ্গালুরু:
পেট্রেল ১০২.৯২ টাকা | ডিজেল ৮৯.০২ টাকা

হায়দরাবাদ:
পেট্রেল ১০৭.৪৬ টাকা | ডিজেল ৯৫.৭০ টাকা

জয়পুর:
পেট্রেল ১০৪.৭২ টাকা | ডিজেল ৯০.২১ টাকা

লখনউ:
পেট্রেল ৯৪.৬৯ টাকা | ডিজেল ৮৭.৮০ টাকা

চণ্ডীগড়:
পেট্রেল ৯৪.৩০ টাকা | ডিজেল ৮২.৪৫ টাকা

পাটনা:
পেট্রেল ১০৫.৫৮ টাকা | ডিজেল ৯৩.৮০ টাকা

কলকাতায় এখনও দাম কিছুটা বেশি থাকলেও তা মুম্বই বা হায়দরাবাদের থেকে সামান্য কম। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে বড়সড় উত্থান হলে দেশের পেট্রেল-ডিজেল গ্রাহকদের উপর ফের চাপে পড়ার আশঙ্কা রয়েছে।

তাই যাঁরা নিয়মিত গাড়ি চালান, তাঁদের জন্য দিনে একবার হলেও পেট্রেল-ডিজেলের হালহকিকত জেনে রাখা এখন প্রায় বাধ্যতামূলক।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন