বুধে জ্বালানির দামে ছ্যাঁকা! আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দর কত?

কলকাতা: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামার জেরে বুধবার সকালে দেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন দেখা গিয়েছে। সরকারি তেল বিপণন সংস্থাগুলি আজ…

Petrol diesel price India today

কলকাতা: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামার জেরে বুধবার সকালে দেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন দেখা গিয়েছে। সরকারি তেল বিপণন সংস্থাগুলি আজ সকাল ৬টায় পেট্রোল-ডিজেলের নতুন দর প্রকাশ করেছে। কোথায় কত দাম? দেখে নিন একনজরে (Petrol diesel price India today)।

দেশের প্রধান শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম (প্রতি লিটার)

দিল্লি: পেট্রোল ৯৪.৭৭ টাকা | ডিজেল ৮৭.৬৭ টাকা

   

কলকাতা: পেট্রোল  ১০৫.৭৫ টাকা | ডিজেল – ৯১.৭৬ টাকা/লিটার

চণ্ডীগড়: পেট্রোল ৯৪.৩০ টাকা | ডিজেল ৮২.৪৫ টাকা

গুড়গাঁও: পেট্রোল ৯৫.৩৫ টাকা | ডিজেল ৮৭.৮১ টাকা

পটনা: পেট্রোল ১০৫.৬০ টাকা | ডিজেল ৯১.৮৩ টাকা

মুম্বই: পেট্রোল ১০৩.৫০ টাকা | ডিজেল ৯০.০৩ টাকা

নয়ডা: পেট্রোল ৯৪.৭৭ টাকা | ডিজেল ৮৭.৮৯ টাকা

 

Advertisements

সিএনজি-র (CNG) দর (প্রতি কিলোগ্রাম)

পেট্রোল ও ডিজেলের পাশাপাশি আজ সিএনজি-র দরেও হেরফের হয়েছে দেশের কিছু শহরে

দিল্লি: ৭৬.০৯ টাকা

নয়ডা: ৮৪.৭০ টাকা

গুড়গাঁও: ৮২.১২ টাকা

চণ্ডীগড়: ৯২.০০ টাকা

পটনা: ৮৪.৫৪ টাকা

তেলের দামের এই রোজকার ওঠানামা আন্তর্জাতিক বাজার ও কর কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত। ফলে নিজের শহরে কত দামে পেট্রোল, ডিজেল কিংবা সিএনজি মিলবে, তা জানার জন্য প্রতিদিন সকালে নজর রাখতে হবে তেল কোম্পানির হালনাগাদ দরের উপর।