HomeBusinessবুধবার থেকে কার্যকর নয়া রেট, পেট্রোল-ডিজেলের দামে পরিবর্তন দেশের নানা শহরে

বুধবার থেকে কার্যকর নয়া রেট, পেট্রোল-ডিজেলের দামে পরিবর্তন দেশের নানা শহরে

- Advertisement -

লখনউয়ে আজ, ৫ নভেম্বর, পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) দামে কোনও পরিবর্তন হয়নি। গত কয়েকদিনের মতোই আজও দাম স্থিতিশীল রয়েছে। লখনউতে বর্তমানে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৬৯ এবং ডিজেলের দাম ৮৭.৮১ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে তেমন কোনও বড় পরিবর্তন না থাকায় ভারতের বেশিরভাগ শহরে আজ জ্বালানি দামের স্থিতিশীলতা বজায় রয়েছে। তবে রাজ্যভিত্তিক কর ও পরিবহন খরচের কারণে বিভিন্ন শহরে দামে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে।

   

নিচে ভারতের বড় শহরগুলিতে আজ, ৫ নভেম্বর ২০২৫, পেট্রোলের খুচরো বিক্রয়মূল্য (RSP) দেওয়া হলো—

শহর        পেট্রোলের দাম

নয়া দিল্লি     102.09                      

কলকাতা      119.94                        

চেন্নাই         133.64                       

ফরিদাবাদ     102.28                      

গুরগাঁও        102.08                      

নয়ডা         155.44                      

এই তালিকা থেকে দেখা যাচ্ছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোলের দাম চেন্নাই ও নয়ডায়, যেখানে দাম ১৩০ টাকারও বেশি। অন্যদিকে, দিল্লি ও গুরগাঁওয়ে তুলনামূলকভাবে দাম অনেক কম। কলকাতায় বর্তমানে দাম প্রায় ১১৯.৯৪ প্রতি লিটার, যা জাতীয় গড়ের থেকে অনেকটা বেশি।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular