আর্থিক টানাপোড়েন? এসবিআইয়ের পার্সোনাল লোন হতে পারে আপনার ত্রাতা

হঠাৎ বড় অঙ্কের টাকার প্রয়োজন? বন্ধুর কাছে হাত পাততে মন চাইছে না? আবার কোনও সম্পত্তিও নেই যে মর্টগেজ দিয়ে লোন নেওয়া যাবে? তাহলে স্টেট ব্যাঙ্ক…

personal loan from SBI

হঠাৎ বড় অঙ্কের টাকার প্রয়োজন? বন্ধুর কাছে হাত পাততে মন চাইছে না? আবার কোনও সম্পত্তিও নেই যে মর্টগেজ দিয়ে লোন নেওয়া যাবে? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) পার্সোনাল লোন হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট বিকল্প। গ্যারান্টি ছাড়াই এই লোন পাওয়া যায়, আর নথিপত্রও লাগে সামান্যই। তাড়াতাড়ি টাকা হাতে পেতে অনেকেই আজকাল এই ধরনের লোনের দিকে ঝুঁকছেন। ( personal loan from SBI)

চলুন জেনে নিই ২০২৫ সালে এসবিআই পার্সোনাল লোনের প্রক্রিয়া, সুদের হার, প্রয়োজনীয় নথিপত্র এবং আরও অনেক কিছু।

SBI পার্সোনাল লোনের ধরন – আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন personal loan from SBI

Xpress Credit Personal Loan – যাঁদের বেতন অ্যাকাউন্ট এসবিআই-তে, তাঁদের জন্য সহজ অপশন।

Xpress Elite Personal Loan – উচ্চ আয়ের চাকুরিজীবীদের জন্য, যাঁদের মাসে আয় ₹১ লক্ষ বা তার বেশি।

Real Time Xpress Credit – আধার OTP-র মাধ্যমে দ্রুত e-sign করে লোন নেওয়া যায়।

SBI Pre-Approved Personal Loan (PAPL) – নির্দিষ্ট গ্রাহকরা YONO অ্যাপে এক ক্লিকেই লোন পেতে পারেন।

কী কী নথি লাগবে? personal loan from SBI

পরিচয়পত্র: আধার কার্ড / প্যান কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট

ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ বিল, আধার, রেন্টাল অ্যাগ্রিমেন্ট ইত্যাদি

আয়ের প্রমাণ: গত ৩ মাসের বেতন স্লিপ, ফর্ম ১৬, ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট

Pre-approved লোনের ক্ষেত্রে অনেক সময় এসব নথি লাগেই না, কারণ ব্যাংকের কাছে আগেই আপনার তথ্য থাকে।

কীভাবে আবেদন করবেন? personal loan from SBI

 

অনলাইনে (SBI ওয়েবসাইট বা YONO অ্যাপে):
ওয়েবসাইটে বা YONO অ্যাপে গিয়ে ‘Personal Loan’ অপশন বেছে নিন

নিজের তথ্য দিন, লোনের পরিমাণ ও সময়সীমা বেছে নিন

প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাবমিট করুন

এলিজিবিলিটি যাচাইয়ের পর লোন অ্যাপ্রুভ হলেই সরাসরি টাকা অ্যাকাউন্টে চলে আসবে

Advertisements

অফলাইনে (ব্যাঙ্ক শাখা থেকে):
নিকটবর্তী SBI শাখায় যান

আবেদনপত্র পূরণ করুন

সঙ্গে নিন পরিচয়, ঠিকানা ও আয়ের প্রমাণ

যাচাইয়ের পর ব্যাঙ্ক লোন মঞ্জুর করলে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে

কত সুদ দিতে হবে? personal loan from SBI

লোনের ধরন সুদের হার (বাৎসরিক)
Xpress Credit 11.45% – 14.60%
Xpress Elite 11.45% – 11.95%
Xpress Flexi 11.70% – 14.85%
PAPL (Pre-approved) 14.10% – 14.60%
 সময়সীমা সাধারণত ৬ মাস থেকে ৬০ মাস পর্যন্ত হয়।
প্রসেসিং ফি ও অন্যান্য চার্জ লাগতে পারে – তাই চুক্তিপত্র ভালভাবে পড়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।

কিছু জরুরি টিপস
লোন নেওয়ার আগে EMI কত হবে তা ক্যালকুলেট করে নিন

কেবল প্রয়োজন থাকলে তবেই লোন নিন

অন্য ব্যাংকের অফারগুলিও একবার দেখে নিন, তুলনা করে সবচেয়ে সস্তা ও সুবিধাজনক লোন বেছে নিন

ফিক্সড ইন্টারেস্ট রেট আর ফ্লোটিং রেট – এই দুইয়ের পার্থক্য বুঝে তবেই এগোন

এসবিআই পার্সোনাল লোন দ্রুত, সহজ ও ঝঞ্ঝাটহীন – কিন্তু যেহেতু সুদের হার তুলনামূলকভাবে বেশি, তাই সাবধানে ও হিসেব করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রয়োজনীয় টাকা সময়মতো পেতে এই লোন হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।

Business: Need urgent funds? SBI Personal Loan offers hassle-free approval with minimal documentation. Explore loan types, eligibility, interest rates, and application process for 2025. Whether online or offline, SBI ensures quick disbursal. Find the best loan option today!