Paytm: পেটিএমে উপদেষ্টা কমিটি

মুম্বই: পেটিএম (Paytm) ব্র্যান্ডের মালিক,ফিনটেক সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস-এর জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করছে যার নেতৃত্বে রয়েছে প্রাক্তন সেবি চেয়ারম্যান এম দামোদরনের৷ রিজার্ভ ব্যাঙ্কের…

advisory committee in paytm

short-samachar

মুম্বই: পেটিএম (Paytm) ব্র্যান্ডের মালিক,ফিনটেক সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস-এর জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করছে যার নেতৃত্বে রয়েছে প্রাক্তন সেবি চেয়ারম্যান এম দামোদরনের৷ রিজার্ভ ব্যাঙ্কের নিয়মগুলি মেনে না চলার জন্য বর্তমানে পেমেন্টস ব্যাঙ্কের যে দশা হয়েছে তার প্রেক্ষিতে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে ৷

   

স্টক এক্সচেঞ্জের কাছে যে ভাবে ফাইল করা হয়েছে সেই অনুসারে কমিটি সম্মতি জোরদার এবং নিয়ন্ত্রক বিষয়ে কোম্পানিকে পরামর্শ দেবে। দামোদরনের সঙ্গে থাকবেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI)-এর প্রাক্তন প্রেসিডেন্ট এম এম চিতালে এবং অন্ধ্র ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আর রামচন্দ্রন৷ এই কমিটি গঠন করা হয়েছে এমন সময়ে যখন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তদন্তের আওতায় ।

আরবিআই জানিয়েছিল, ‘ক্রমাগত নিয়ম লঙ্ঘন’ এবং তত্ত্বাবধানের অভাবেই শাস্তির পদক্ষেপ করা হয়েছে জনপ্রিয় অনলাইন লেনদেন মাধ্যমটির উপরে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাসট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না।