Airfares: আকাশ ছোঁয়া বিমান ভাড়ায় লাগাম দিতে চাইছে সংসদীয় কমিটি

নয়াদিল্লি: ছুটি বা উৎসবের সময় আকাশছোঁয়া বিমান ভাড়া (Airfares) বিমানযাত্রীদের চরম দুর্দশায় ফেলে। এমনকি সেজন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হতে দেখা যায়। এবার…

Airfares

short-samachar

নয়াদিল্লি: ছুটি বা উৎসবের সময় আকাশছোঁয়া বিমান ভাড়া (Airfares) বিমানযাত্রীদের চরম দুর্দশায় ফেলে। এমনকি সেজন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হতে দেখা যায়। এবার যাত্রীদের সেই ব্যাপারে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হয়েছে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সমস্ত রুটে সর্বোচ্চ বিমান ভাড়া বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছে এই সংসদীয় কমিটি। বিমান টিকিটের দামে নিয়ন্ত্রণ রাখতে তারা একটি পৃথক সংস্থা তৈরি করারও সুপারিশ করেছে।

   

বর্তমানে কেন্দ্রীয় সরকার আর এখন বিমান টিকিটের দাম নিয়ন্ত্রণ করে না। সংসদীয় কমিটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, উৎসব ও ছুটির মরশুমে বিমানভাড়া অস্বাভাবিক বেড়ে যায়। এ ব্যাপারে বিমান সংস্থাগুলির নিজস্ব নিয়ন্ত্রণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিটি।

ভারতে বিমানযাত্রীরা বিমানের ভাড়া বৃদ্ধি নিয়ে যেমন সরব পাশাপাশি তাদের অভিযোগ, ভাড়া বাড়ালেও বিমান সংস্থাগুলির পরিষেবার মান খারাপ।প্রসঙ্গত, এখন ভারতের আকাশের সিংহভাগ দখলে রয়েছে দুটি সংস্থা, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার । তবে চরম প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ছোট বিমান সংস্থাগুলি রীতিমত সমস্যায় পড়েছে।