ঘরে বসেই প্যান কার্ড স্ট্যাটাস চেক করুন, জানুন সহজ অনলাইন পদ্ধতি

ভারতে প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বড় অঙ্কের আর্থিক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল কিংবা যেকোনো কর সংক্রান্ত কাজে প্যান কার্ড অপরিহার্য। একজন ব্যক্তির সমস্ত কর সংক্রান্ত তথ্যই প্যান নম্বরের সঙ্গে যুক্ত থাকে। ভারতীয় নাগরিকদের পাশাপাশি এনআরআই এবং কিছু ক্ষেত্রে বিদেশি নাগরিকদেরও প্যান কার্ড ইস্যু করা হয়। নতুন প্যান কার্ডের জন্য আবেদন করলে বা পুরনো প্যান কার্ড পুনর্মুদ্রণের অনুরোধ জানালে, ঘরে বসেই অনলাইনে আবেদনের স্ট্যাটাস যাচাই করা যায়।

বর্তমানে প্যান কার্ড আবেদনের স্ট্যাটাস যাচাই করার সুবিধা দিচ্ছে দুটি অনুমোদিত সংস্থা— ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) এবং ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (UTITSL)। এই দুটি সংস্থার ওয়েবসাইটেই সহজ কয়েকটি ধাপে জানা যাবে আপনার প্যান কার্ড আবেদনের বর্তমান অবস্থা।

   

NSDL-এর মাধ্যমে প্যান কার্ড স্ট্যাটাস জানার পদ্ধতি:

প্রথমে NSDL-এর প্যান স্ট্যাটাস চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Application Type’ অপশনের মধ্যে থেকে “PAN – New / Change Request” নির্বাচন করুন। এরপর আবেদন করার সময় ইমেল বা এসএমএসে পাওয়া ১৫ সংখ্যার অ্যাকনলেজমেন্ট নম্বর নির্ধারিত ঘরে লিখুন। তারপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার প্যান কার্ড আবেদন বা রি-প্রিন্টের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে ভেসে উঠবে।

UTITSL-এর মাধ্যমে প্যান কার্ড স্ট্যাটাস জানার উপায়:

UTITSL-এর ক্ষেত্রেও প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথমে UTITSL-এর প্যান স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটে যান। এখানে আবেদন করার সময় ইমেলে পাওয়া কুপন নম্বরটি প্রবেশ করাতে হবে। চাইলে সরাসরি নিজের প্যান নম্বর দিয়েও স্ট্যাটাস যাচাই করা যায়। এরপর ক্যাপচা কোড পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে জানা যাবে আপনার প্যান কার্ড ইস্যু হয়েছে কি না, নাকি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

শেষ কথা:

ডিজিটাল ভারতের যুগে এই অনলাইন পরিষেবার ফলে প্যান কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য আর দপ্তরে ঘুরতে হয় না। বাড়িতে বসেই কয়েক মিনিটে নিজের প্যান কার্ড আবেদনের অগ্রগতি যাচাই করা সম্ভব হচ্ছে, যা সাধারণ মানুষের সময় ও ঝামেলা দুটোই কমাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন